• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

পঞ্চগড়ে প্রতিবন্ধী বিষয়ক সচেতনতা ও ক্রীড়া আনন্দ উৎসব

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২ ডিসেম্বর ২০১৯  

Find us in facebook

Find us in facebook

পঞ্চগড়ে অটিজম, প্রতিবন্ধীতা বিষয়ক সচেতনতা ও ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়াম মাঠে এই উৎসব অনুষ্ঠিত হয়। জেলা ক্রীড়া অফিসের আয়োজনে জেলা দেশ প্রতিবন্ধী স্কুলের ১৮২ জন ছাত্র-ছাত্রী নিয়ে এই ক্রীড়া উৎসব পালিত হয়। জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের সাংসদ এ্যাডঃ জাকিয়া তাবাস্সুম জুই।  

এসময় অন্যান্য়দের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার নাঈমুল হাসান, জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রেজিয়া ইসলাম, দেশ প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক জহিরুল ইসলাম, স্কুল শিক্ষিকা লাকী আক্তার লিজাসহ প্রতিবন্ধীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রতিবন্ধী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। 

Place your advertisement here
Place your advertisement here