• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

উগ্রবাদ বিরোধী প্রচারণার বৃদ্ধির আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০১৯  

Find us in facebook

Find us in facebook

উগ্রবাদ বিরোধী প্রচারণার ব্যাপ্তি বৃদ্ধির আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

মঙ্গলবার ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরায় আয়োজিত দুই দিনের উগ্রবাদ বিরোধী জাতীয় সন্মেলনের সমাপনি দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,তরুণ প্রজন্ম যেন উগ্রবাদে জড়িয়ে না পড়ে এজন্য আমাদের অনেক কিছু করার আছে। সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সব ধর্মের মানুষকে এগিয়ে আসতে হবে।

সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, কোনো কিছু বিশ্বাস করার আগে তা যাচাই করে নিন। নিজের বিবেকের কাছে আগে জিজ্ঞাসা করুন। এরপরে সিদ্ধান্ত নেন।

তিনি আরো বলেন,নিঃসঙ্গতা, একাকিত্ব, হতাশা উগ্রবাদে জড়িয়ে পড়ার অন্যতম কারণ। এজন্য অভিভাবকদের প্রতি তিনি আহ্বান জানান সন্তানদের প্রতি খেয়াল রাখার জন্য।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,কোনো ধর্মই জঙ্গিবাদ কিংবা হত্যাকে সমর্থন করে না। সব ধর্মের লোকজনকে উগ্রবাদ প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ প্রধান জাবেদ পাটোয়ারী, ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডিএমপির অতিরিক্ত কমিশনার ও সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম।

Place your advertisement here
Place your advertisement here