• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

রানাকে অভিষেক ক্যাপ পড়িয়ে যা বললেন শান্ত

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ মার্চ ২০২৪  

Find us in facebook

Find us in facebook

আগেই গুঞ্জন ছিল, সিলেট টেস্টে নতুন মুখের অভিষেক হতে যাচ্ছে। শুক্রবার সকালে হলোও তাই। শ্রীলংকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ দলের একাদশে জায়গা করে নিয়েছেন নাহিদ রানা। এর মধ্য দিয়ে জাতীয় দলের হয়ে প্রথমবারের মতো অভিষেক হলো এ পেসারের। 

সিলেট টেস্ট শুরুর আগে টাইগারদের ম্যানেজার নাফিস ইকবাল রানার জন্য অভিষিক্ত ক্যাপ এনে দেন অধিনায়ক নাজমুল হাসান শান্তর কাছে। এরপর রানার হাতে ক্যাপ তুলে দেন শান্ত। এ সময় পাশে থাকা অন্যান্য ক্রিকেটার ও কোচরা হাততালি দিয়ে ক্রিকেটের রাজকীয় সংস্করণে রানাকে বরণ করে নেন। 

রানার হাতে অভিষিক্ত ক্যাপ তুলে দিয়ে অভিনন্দন জানিয়ে শান্ত বলেন, ‘অভিনন্দন তোমার হাত দিয়ে বাংলাদেশ অনেক ম্যাচ জিতবে এবং সামনে তুমি অনেক ভালো জায়গায় যাবে। এটা তোমার জন্য খুবই স্পেশাল একটা দিন বাংলাদেশের হয়ে খেলা আমি আশা করি তোমার পরিবার অনেক গর্বিত অনুভব করবে। শুভকামনা আজকের দিনটি এনজয় করো।’

প্রসঙ্গত, দেশের ইতিহাসের ১০৩তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষিক্ত হলেন নাহিদ রানা। সবশেষ বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে গতির ঝড় তুলেছিলেন তিনি। তারপরেই আলোচনায় ছিল তার নাম। আর আজ (শুক্রবার) লঙ্কানদের বিপক্ষে অভিষেকের স্বাদও পেয়ে গেলেন ডানহাতি এ পেসার।

এখন পর্যন্ত বল হাতে উইকেট না পেলেও নিয়মিত ১৪০ কিলোমিটার বেগে বল ছুঁড়েছেন। যে কারণে আলোচনায় ছিলেন এই তরুণ, আন্তর্জাতিক ক্রিকেটের শুরুতে সেটার ছাপও ফেলেছেন। 

Place your advertisement here
Place your advertisement here