• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

চ্যাম্পিয়ন শিরোপা যাদের উৎসর্গ করলেন তামিম

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২ মার্চ ২০২৪  

Find us in facebook

Find us in facebook

দশম বিপিএলের ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন শিরোপা উঁচিয়ে ধরেছে ফরচুন বরিশাল। দলকে চ্যাম্পিয়ন করতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক তামিম ইকবাল। এর ফল হিসেবে সর্বোচ্চ রান সংগ্রাহকের পাশাপাশি টুর্নামেন্ট সেরা ক্রিকেটারও নির্বাচিত হয়েছেন বাঁহাতি এ ব্যাটার।

এদিকে খেলোয়াড় হিসেবে আগেও বিপিএল শিরোপা ছুঁয়ে দেখেছেন তামিম। তাই শিরোপার জয়ের আনন্দ তার কাছে নতুন কিছু নয়। কিন্তু যাদের আক্ষেপ তাদেরকেই এবারের শিরোপা উৎসর্গ করলেন বরিশাল দলপতি তামিম। ভাগ করে দিলেন কৃতিত্বটাও। 

কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ফাইনালে ৬ উইকেটে পরাজিত করে বিপিএলের প্রথম শিরোপা জিতেছে বরিশাল। ব্যাট হাতে সর্বোচ্চ রান আর নেতৃত্বগুণে হয়েছেন টুর্নামেন্ট সেরা খেলোয়াড়। যদিও তামিমের দাবি, এই শিরোপা জিততে খুব বেশি খাটতে হয়নি তাকে। 

বিজয়ী দলের অধিনায়ক হিসেবে তামিমের কাছে অনুভূতি জানতে চেয়ে পুরস্কার অনুষ্ঠানের সঞ্চালক এইচডি অ্যাকারম্যান মাইক্রোফোনের কাছে ডাকলেন। সেখানে গিয়ে তামিম প্রথমেই বলেন, ‘আমি এখানে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ আসতে বলব।’ দুজনেই সেখানে যাওয়ার পর তামিম ফরচুন বরিশালের হয়ে জেতা বিপিএলের ট্রফিটা মুশফিক ও মাহমুদউল্লাহকে উৎসর্গের ঘোষণা দেন। এরপর যোগ করেন, ‘এটাকে আসলে মুশির ট্রফিই বলা যায়!’

কেন তামিম ট্রফি এ দুজনকে উৎসর্গ করেছেন এবং ‘মুশির ট্রফি’ কেন বললেন, পরে সেই ব্যাখ্যাও দিয়েছেন। তিনি এ সময় মুশফিককে উদ্দেশ্য করে বলেন, ‘মুশি মাঠে বিরাট কাজ করেছে। সে সব সময় ফিল্ডার পাল্টেছে। এটা তারই ট্রফি। আমি অধিনায়ক হওয়ার কারণে কৃতিত্বটা দেওয়া হচ্ছে। এই ধরনের টুর্নামেন্টে অনেক চাপ থাকে। মুশি আমার থেকে চাপ দূর করেছে। এটা মুশি, রিয়াদসহ (মাহমুদউল্লাহ) বাকিদের ছাড়া সম্ভব হতো না।’ 

তামিমকেও প্রশংসায় ভাসিয়েছেন মুশফিক-মাহমুদউল্লাহও। মুশফিক বলেন, ‘এটা আমার তৃতীয় ফাইনাল এবং প্রথমবার জিতলাম। খুব ভালো নেতৃত্ব দেওয়ার জন্য তামিমকে ধন্যবাদ।’ মাহমুদউল্লাহর কথা, ‘সত্যি খুব ভালো অনুভূতি হচ্ছে। সবার প্রথমে আমি তামিমকে ধন্যবাদ দিতে চাই।’

Place your advertisement here
Place your advertisement here