• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

সুখবর পেলেন রুট

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ ফেব্রুয়ারি ২০২৪  

Find us in facebook

Find us in facebook

আইসিসি টেস্ট ব্যাটিং র‌্যাংকিংয়ে তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক জো রুট। দুই ধাপ এগিয়ে তৃতীয়স্থান দখল করেছেন তিনি।

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) র‌্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদে এ তথ্য জানা গেছে। ভারতের বিপক্ষে চলতি টেস্টের প্রথম তিন ম্যাচে ৬ ইনিংসে ৭৭ রান করেন রুট।

রাঁচিতে চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে জ্বলে ওঠেন রুট। ১২২ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি। সেই সুবাদে ৭৯৯ রেটিং পয়েন্ট নিয়ে দুই ধাপ এগিয়ে তৃতীয় স্থানে ফিরেছেন এ ব্যাটার।

এছাড়া টেস্টে বল হাতে ২ উইকেট নেন রুট। যার স্বীকৃতি হিসেবে অলরাউন্ডার তালিকায় তিন ধাপ এগিয়ে চারে উঠেছেন তিনি। রাঁচি টেস্টে ভারতের জয়ের নায়ক ছিলেন উইকেটরক্ষক ধ্রুব জুরেল।

প্রথম ইনিংসে ৯০ রানের ইনিংস খেলে ভারতকে চাপমুক্ত রাখেন তিনি। দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৩৯ রান করে ভারতকে ৫ উইকেটের জয় এনে দিয়ে ম্যাচ সেরা হওয়া জুরেল র‌্যাংকিংয়ে ৩১ ধাপ এগিয়ে ৬৯তম স্থানে জায়গা করে নিয়েছেন । 

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টেস্টে ডাবল-সেঞ্চুরি করেছিলেন ভারতের ওপেনার যশ্বস্বী জসওয়াল। রাঁচিতে সিরিজের চতুর্থ টেস্টে ভালো খেলার সুবাদে তিন ধাপ এগিয়ে ১২তমস্থানে উঠেছেন তিনি। সিরিজ শুরুর আগে ৬৯তম স্থানে ছিলেন জসওয়াল।

চতুর্থ টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫১ রানে ৫ উইকেট নিয়ে ভারতকে লড়াইয়ে ফেরান স্পিনার রবীচন্দ্রন অশ্বিন। র‌্যাংকিংয়ে উন্নতি না হলেও শীর্ষে থাকা স্বদেশি পেসার জাসপ্রিত বুমরাহর সঙ্গে রেটিং পয়েন্টের ব্যবধান ২১-এ নামিয়ে এনেছেন তিনি।

৮৬৭ রেটিং নিয়ে শীর্ষে আছেন বুমরাহ। ৮৪৬ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে আছেন অশ্বিন। একই টেস্টে ৪ উইকেট নিয়ে দশ ধাপ এগিয়ে ৩২তম স্থানে উঠেছেন ভারতের আরেক স্পিনার কুলদীপ যাদব। 

টেস্টে ব্যাটিং তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। অলরাউন্ডার তালিকায় সবার উপরে আছেন ভারতের রবীন্দ্র জাদেজা। 

Place your advertisement here
Place your advertisement here