• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

ইসলাম ধর্ম গ্রহণের পেছনের গল্প জানালেন ক্রিকেটার পার্নেল

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৪  

Find us in facebook

Find us in facebook

বিপিএলের দশম আসর খেলতে বাংলাদেশে এসেছেন ও‌য়েন পার্নেল। বিপিএল খেলতে এসে বাংলাদেশের মানুষের ভালোবাসা ও আতিথেয়তা প্রোটিয়া এই ক্রিকেটারকে মুগ্ধ করেছে। এরই মাঝে নিজের ইসলাম ধর্ম গ্রহণের গল্প জানিয়েছেন ধর্মান্তরিত এ ক্রিকেটার।

সতীর্থ হা‌শিম আমলা কিংবা ইমরান তা‌হির‌দের প্রভা‌বে নয়, নি‌জ গ‌বেষণা ও ভা‌লোলাগা থে‌কে ইসলাম ধর্ম গ্রহণ ক‌রে‌ছি‌লেন পার্নেল। এর আগে ইসলা‌মের সুমহান আদর্শ, সরলতা ও ভাতৃত্ববোধে তিনি হ‌য়ে‌ছি‌লেন আকৃষ্ট। 

২০১১ সা‌লের শুরু‌তে খ্রিস্টান থে‌কে ইসলাম ধর্ম গ্রহণ ক‌রেন পার্নেল। ধর্ম একই সঙ্গে সার্বজনীন আবার ব্যক্তিগতও। তবে ও‌য়েন পার্নেল যেভাবে ইসলামকে ধারণ করেছেন তা অনেকের জন্যই আদর্শ হতে পারে। যেখানে কোনো রাখঢাকও নেই এ দক্ষিণ আফ্রিকান ক্রিকেটারের।

ধর্মান্তরিত নাম ওয়া‌লিদ হলেও আগের নাম মুছে ফেলতে চাননি। পোর্ট এলিজা‌বে‌থে জন্ম নেয়া এ ক্রিকেটার কেন জাতীয় দ‌লে সু‌যোগ পাওয়ার মাত্র দেড় বছ‌রের ম‌ধ্যে ধর্ম প‌রিবর্তন করে‌ছি‌লেন সেই প্রশ্ন অনেকেরই। 

ওয়েন পার্নেল বলেন, আমার কাছে মনে হ‌য়ে‌ছে ইসলামের সৌন্দর্য হ‌চ্ছে, সরলতা, ভ্রাতৃত্ববোধ। যা আ‌মা‌কে আকৃষ্ট ক‌রে‌ছিল। ইসলাম শুধু একটা ধর্ম নয় তার চে‌য়ে বে‌শি। আমি ভাগ্যবান যে এ ধর্ম গ্রহণ করতে পে‌রে‌ছি।‌ বি‌শ্বের যেখা‌নেই যাই, বহু মানু‌ষের সম্মান পাই। আলহামদু‌লিল্লাহ সবাই আমা‌কে স্বাগত জানিয়েছে।

দ‌ক্ষিণ আফ্রিকার হা‌শিম আমলা এবং ইমরান তা‌হিরও মুসলিম। অনেকেই ম‌নে ক‌রেন দুই সতী‌র্থের প্রভা‌ব আছে পার্নেলের ধর্ম প‌রিবর্তনে। আসলেই কি তাই?

এ প্রসঙ্গে পার্নেল বলেন, আমি যখন জাতীয় দ‌লে সু‌যোগ পাই তখন হাশিম ভাই প্রতি‌ষ্ঠিত ক্রিকেটার। ইমরান ভাইও ছি‌লেন। কিন্তু তারা কিছুই জানতেন না। ইসলাম গ্রহণ করার কিছু‌দিন পর তাদের জা‌নি‌য়ে‌ছিলাম। বাংলা‌দেশসহ বি‌ভিন্ন দে‌শে তা‌দের‌কে প্রায়ই এমন প্রশ্নের মুখে পড়তে হয়। আসলে ঘটনা অন্যরকম। 

প্রো‌টিয়াদের নেতৃত্ব দি‌য়ে ২০০৮ যুব বিশ্বকা‌পের স‌র্বোচ্চ উই‌কেট‌শিকারী হয়ে বয়সভিত্তিক দল থেকেই আগমনী বার্তা দিয়েছিলেন পার্নেল। প‌রের বছর জাতীয় দ‌লে অভিষেক। লম্বা ক্যারিয়ারটা প্রত্যাশিতভাবে বড় হয়নি বারবার ইনজু‌রি আর ধারাবা‌হিকতার অভা‌বে।

বাংলা‌দে‌শের মানু‌ষের ভা‌লোবাসা ও আতিথেয়তায় মুগ্ধ ও‌য়েন পার্নেল। সু‌যোগ পে‌লেই চেষ্টা ক‌রেন তরুণদের পরামর্শ দেয়ার। ভবিষ্যতে আবারও বিপিএল খেলতে আসার প্রত্যাশার কথা জানিয়েছে তিনি।

Place your advertisement here
Place your advertisement here