• মঙ্গলবার ০৬ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২৩ ১৪৩০

  • || ১৬ জ্বিলকদ ১৪৪৪

Find us in facebook
সর্বশেষ:
মালদ্বী‌পের রাষ্ট্রপ‌তি‌কে আম পাঠা‌লেন প্রধানমন্ত্রী বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশের গুরুত্ব অনেক বেড়েছে: পররাষ্ট্রমন্ত্রী চালু কেন্দ্রে ১০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পরিকল্পনা মোংলা বন্দর দিয়ে বাড়ছে গার্মেন্টস পণ্যের রফতানি লাল-সবুজের নতুন কোচ নিয়ে ঢাকার পথে সুবর্ণ এক্সপ্রেস

আইসিসির বিশেষ টুপি পেলেন মিরাজ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ মে ২০২৩  

Find us in facebook

Find us in facebook

২০২২ সালে ওয়ানডেতে দুর্দান্ত খেলেছেন মেহেদী হাসান মিরাজ। ব্যাটে-বলে অলরাউন্ড পারফরম্যান্স করে আইসিসির ২০২২ এর বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা করে নিয়েছেন তিনি। বর্ষসেরার পুরস্কার হিসেবে আইসিসির বিশেষ টুপি পেয়েছেন মিরাজ। 

মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে গতকাল আইসিসির বিশেষ টুপি নিয়ে ছবি তুলেছেন মিরাজ। নিজের ফেসবুক পেজে বাংলাদেশের এই অলরাউন্ডার লিখেছেন, ‘আমার ২০২২ সালের পারফরম্যান্সকে স্বীকৃতি দেওয়ায় আইসিসিকে ধন্যবাদ।’ 

মিরাজের কাঁধে চড়েই গত বছর ভারত সিরিজের বৈতরণী পার হয়েছিল বাংলাদেশ। অলরাউন্ড পারফরম্যান্সে ডিসেম্বরে অনুষ্ঠিত তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হয়েছিলেন সিরিজসেরা। ১৪১ গড়ে করেন ১৪১ রান আর নিয়েছেন ৪ উইকেট। ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়েছেন এই সিরিজেই। দ্বিতীয় ওয়ানডেতে ৮৩ বলে ১০০ রানের অপরাজিত ইনিংস খেলেন। আর প্রথম ওয়ানডে শেষ উইকেটে মোস্তাফিজুর রহমানের সঙ্গে ৫১ রানের জুটি গড়ে বাংলাদেশকে এনে দেন ১ উইকেটের শ্বাসরুদ্ধকর জয়। শুধু ভারত সিরিজই নয়, আফগানিস্তান সিরিজেও বিপর্যয়ের মুহূর্তে বাংলাদেশের হাল ধরেছিলেন মিরাজ। 

২০২২ সালে ওয়ানডেতে মেহেদি হাসান মিরাজ: 
১৫ ম্যাচ; ৩৩০ রান; গড়: ৬৬; স্ট্রাইকরেট: ৮৪.১৮; সেঞ্চুরি: ১; ফিফটি: ১; ২৪ উইকেট; ইকোনমি: ৫.৪৪; সেরা বোলিং: ৪/২৯

Place your advertisement here
Place your advertisement here