• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

Find us in facebook

‘সাকিব ক্রিকেটের ব্র্যান্ড, পারলে আরেকটি তৈরি করুক’ 

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২২  

Find us in facebook

Find us in facebook

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) মেগা নিলামের প্রথম দিনে অবিক্রিত ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। প্রথম রাউন্ডে সাকিবকে কেউ কিনেনি। রবিবার দ্বিতীয় দিনেও নিলামে তোলা হয় বিশ্বসেরা অলরাউন্ডারকে, কিন্তু এদিনও কোন দল আগ্রহ দেখায়নি তার প্রতি।

এবার অনেকে ধারনা করে নিয়েছিলেন, আইপিএলে ভালো দাম পেতে পারেন সাকিব আল হাসান। কিন্তু তাদের ধারনা উল্টে হলো আরেকটা। দ্বিতীয়বার নিলামে তুলা হলেও সাকিবকে কিনেনি কেউ। ফলে অবিক্রিতই থেকে গেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

বাংলাদেশ থেকে এবার একমাত্র খেলোয়াড় হিসেবে আইপিএলে দল পেয়েছেন পেসার মুস্তাফিজুর রহমান। তাকে প্রথমবারই ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে কিনে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। নিলামে নাম দেওয়া বাকি ৩ বাংলাদেশি ক্রিকেটার লিটন দাস, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামকে নিলামেই ডাকা হয়নি।

এদিকে, সাকিবের অবিক্রিত থাকার ঘটনায় ক্রিকেটপ্রেমীরা নিরাশ হলেও বিশ্বসেরা অলরাউন্ডারকে ক্রিকেটের ব্র্যান্ড সাকিব বলে আখ্যা দিয়েছেন টাইগার পেসার রুবেল হোসেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক স্ট্যাটাসে রুবেল বলেন, ‘সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের ব্র্যান্ড। ছোট্ট একটি দেশ হতে পারি কিন্তু সাকিব আল হাসান এদেশের সবচেয়ে বড় তারকা.... গর্বের এবং ভালোবাসার একটি নাম। পারলে তৈরি করুক একটা সাকিব আল হাসান।’ 

Place your advertisement here
Place your advertisement here