• মঙ্গলবার ২১ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

  • || ১২ জ্বিলকদ ১৪৪৫

Find us in facebook

আফ্রিদিকে মুখ সামলানোর পরামর্শ মিয়াঁদাদের

দৈনিক রংপুর

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০১৮  

Find us in facebook

Find us in facebook

সাম্প্রতিক কাশ্মীর ইস্যুতে আফ্রিদির বক্তব্যের কঠোর সমালোচনা হচ্ছে ভারত-পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে। এবারে সেই প্রেক্ষিতে মুখ খুললেন পাকিস্তান জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও অধিনায়ক অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ। তিনি বলেন, স্পর্শকাতর রাজনৈতিক বিষয়ে ক্রিকেটারদের কথা বলা উচিত নয়।

কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তানের বিবাদ অনেক পুরনো। স্বাধীনতার পর থেকেই এই অঞ্চল ঘিরে দুই দেশের দ্বন্দ রয়েছে। কিছুদিন আগে আফ্রিদির একটি বক্ত্যবের ভিডিও প্রকাশ পায়। সেখানে তিনি বলেন, ‘ পাকিস্তান চারটা প্রদেশই ঠিকঠাক চালাতে পারে না। আমার মনে হয় না কাশ্মীরকে পাকিস্তানের দরকার আছে। তবে কাশ্মীর ভারতকেও দেয়া যাবে না। ওদের স্বাধীন হতে দিন।'

তার এই বক্তব্যেই চটেছেন মিয়াঁদাদ। তার মতে খেলোয়াড়দের উচিত খেলা নিয়েই চিন্তা ভাবনা করা। রাজনীতি নিয়ে নাক গলানো উচিত নয়। মিয়াঁদাদ বলেন "রাজনৈতিক ও অন্যান্য স্পর্শকাতর বিষয়ে ক্রিকেটারদের নাক গলানোর কোনো দরকার নেই। হ্যাঁ, তারা যদি খেলা ছেড়ে দেয়, পরে অন্য কোনো পেশায় চলে যায়, তবে তারা করতে পারে। যতক্ষণ তারা ক্রিকেটে আছে, তাদের অখণ্ড মনোযোগ ক্রিকেটেই থাকা উচিত বলে আমি মনে করি। আমি বলতে চাই আফ্রিদি যা বলেছে তা একদমই অনাকাঙ্ক্ষিত, সে চাইলে এটা নাও বলতে পারত।’’

এদিকে আফ্রিদি শুক্রবার আরেকটি টুইটে নিজের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, ‘বেশ কিছুদিন ধরেই আমার একটা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে দেখা যাচ্ছে, ভিডিওটা সম্পূর্ণ নয়। অসম্পূর্ণ একটা ভিডিও ভারতীয় মিডিয়ায় প্রসঙ্গ-বহির্ভূত হয়ে আমার নামে বিভ্রান্তি ছড়াচ্ছে, আমি আমার দেশকে যথেষ্ট ভালোবাসি আর কাশ্মীরিদের জীবনযুদ্ধ সম্পর্কে আমার বেশ ভালোই জানা আছে। মানবতার জয় হোক, কাশ্মীরিরা তাদের অধিকার ফেরত পাক। কাশ্মীর বহুদিন ধরেই একটা বিতর্কের বিষয় হয়ে আছে, ভারতের অধীনে তারা অনেক যন্ত্রণা সহ্য করে আছে। অন্যান্য পাকিস্তানিদের মতো আমিও তাদের স্বাধীনতা সংগ্রামকে সমর্থন জানাই, কেননা কাশ্মীর পাকিস্তানের।’

Place your advertisement here
Place your advertisement here