• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

Find us in facebook

বঙ্গোপসাগর ঘিরে সুনীল অর্থনীতির নতুন সম্ভাবনা: প্রযুক্তিমন্ত্রী

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ জুন ২০২৩  

Find us in facebook

Find us in facebook

 
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যে সমুদ্র বিজয় করেছে, তার সুষ্ঠু ব্যবহারে সরকার কাজ করছে। বঙ্গোপসাগরকে ঘিরেই সুনীল অর্থনীতির নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।
বৃহস্পতিবার কক্সবাজারে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের হলরুমে বিশ্ব সমুদ্র দিবস উপলক্ষে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী বলেন, ২০১৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ৪০ একর জমিতে বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট যাত্রা শুরু করে। এ প্রতিষ্ঠান সমুদ্র সংক্রান্ত গবেষণা ও উন্নয়ন কার্যক্রম সম্পাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সমুদ্রের বিশাল সম্পদ রক্ষার মাধ্যমে দেশের মানুষ এ সম্পদ ভোগ করতে পারবে।

এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. মঈনুল ইসলাম তিতাস, কক্সবাজার জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান, ইনস্টিটিউটের বায়োলজিক্যাল বিভাগের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সীমা রানী, কেমিক্যাল ওশানোগ্রাফি বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. হাসিবুল ইসলাম, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের কক্সবাজার সামুদ্রিক মৎস্য ও প্রযুক্তি কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শফিকুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ মোসলেম উদ্দিন মুন্না প্রমুখ।

Place your advertisement here
Place your advertisement here