• সোমবার ০৯ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৫ ১৪৩১

  • || ০৪ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

এআই প্রযুক্তি দিয়ে এক মিনিটে পড়া যাবে পুরো উপন্যাস!

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ মে ২০২৩  

Find us in facebook

Find us in facebook

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি নিয়ে উন্মাদনার শেষ নেই মানুষের। বিজ্ঞানের এমন অগ্রগতির সময় নতুন ঘোষণা দিয়েছে প্রযুক্তি কোম্পানি এনথ্রোপিকস। কোম্পানির ডেভেলপ করা এআই চ্যাটবট ‘ক্লড’ নিমেষেই পুরো একটি উপন্যাস পড়তে সক্ষম হবে।

প্রযুক্তি কোম্পানি এনথ্রোপিকস দাবি করে বলেন,  ক্লড হচ্ছে পরবর্তী প্রজন্মের এআই সহকারী। তাদের তৈরি এ কৃত্রিম বুদ্ধির সহকারী মাইক্রোসফটের চ্যাটবটের প্রতিদ্বন্দ্বী। চ্যাটজিপিটির মতো ক্লডও নানা ফিচারে সমৃদ্ধ।

বিশ্লেষকরা বলেন, সাধারণত চ্যাটবটগুলোর ক্ষেত্রে ‘মেমোরি’ হচ্ছে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। এ ধরনের চ্যাটবট যত ডাটা সংরক্ষণ করতে পারবে তার সক্ষমতা তত বাড়বে। এদিক থেকে ক্লডের মেমোরি বেশ সমৃদ্ধ।

ক্লডের এক মিনিটে উপন্যাস পড়ার বিষয়টি ব্যাখ্যা করে প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বলেন, এটি মূলত এক মিনিটেরও কম সময়ে উপন্যাসের বিষয়বস্তু বিশ্লেষণ করে নিজের মেমোরিতে সংরক্ষণ করতে পারবে। এরপর কেউ তাকে ঐ উপন্যাসের কোথায় কী আছে জিজ্ঞেস করলে সেটি অনায়াসে বলতে পারবে।

Place your advertisement here
Place your advertisement here