• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

Find us in facebook

ভালো-মন্দ স্বপ্ন দেখলে যা করবেন 

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২২  

Find us in facebook

Find us in facebook

মানবজীবনের একটি বড় অংশ ঘুমে অতিবাহিত হয়। স্বপ্ন ঘুমন্ত জীবনের অপরিহার্য অংশ। কাজেই স্বপ্ন দেখা মানুষের স্বাভাবিক প্রক্রিয়া। ঘুমন্ত অবস্থায় ইন্দ্রিয় স্থিমিত হলেও পুরোপুরি নিষ্ক্রিয় হয় না। তখন নানারূপ কল্পনাশ্রয়ী চিন্তা ও দৃশ্য উদিত হয়। এসব দৃশ্য দেখাকে স্বপ্ন বলা হয়।

স্বপ্ন সাধারণত তিন প্রকার-  

এক. ভালো স্বপ্ন, যা মহান আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ হিসেবে বিবেচিত হয়। 

দুই. ভীতিপ্রদ স্বপ্ন, যা শয়তানের পক্ষ থেকে প্ররোচনামূলকভাবে দেখানো হয়। 

তিন. মানুষের চিন্তা-চেতনার কল্পচিত্র, যা স্বপ্নের আকারে প্রকাশ পায়। 

হাদিসে এসেছে, আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) বলেন, ‘স্বপ্ন তিন প্রকার। এক. ভালো স্বপ্ন, যা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। দুই. ভীতিপ্রদ স্বপ্ন, যা শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে। তিন. যা মানুষ চিন্তা-ভাবনা ও ধারণা অনুযায়ী দেখে থাকে। ’ (আবু দাউদ, হাদিস : ৫০২১)

আমরা রাতে বা দিনে যখন ঘুমায়, তখন অনেকেই স্বপ্ন দেখে থাকি। স্বপ্ন যেমনই হোক, তা দেখার পর মানুষের রয়েছে কিছু করণীয়। ভালো স্বপ্ন দেখলে যেমন আল্লাহর প্রশংসা করতে হবে তেমনি খারাপ স্বপ্ন দেখলেও আল্লাহর সাহায্য কামনা করতে হবে। আর তাহলো-

ভালো স্বপ্ন দেখলে-

> ‘আলহামদুলিল্লাহ’ পড়া।

 > স্বপ্নে প্রাপ্ত সুসংবাদ গ্রহণ করা।

 > প্রিয় ব্যক্তির কাছে বর্ণনা করা।

 > যে ব্যক্তি স্বপ্ন সম্পর্কিত ভালো জ্ঞান রাখে তার কাছে স্বপ্নের কথা প্রকাশ করা।

 > স্বপ্নে শুকরিয়াস্বরূপ বেশি বেশি দান করা।

 মন্দ স্বপ্ন দেখলে-

>>> ‘আউজুবিল্লাহি মিনাশ শায়ত্বানির রাজিম’ তিন বার পড়া।

 >>> বাম দিকে তিন বার থু থু ফেলা।

>>> পার্শ্ব পরিবর্তন করে ঘুমানো।

 >>> কারো কাছে স্বপ্নের কথা প্রকাশ না করা।

 >>> স্বপ্নে দুর্দশা থেকে মুক্ত থাকতে গরিবদের দান করা। 

আর এ দোয়াটি পড়া-

আরবি উচ্চারণ:  أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِنْ غَضَبِهِ وَعِقَابِهِ وَشَرِّ عِبَادِهِ وَمِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ وَأَنْ يَحْضُرُونِ

উচ্চারণ: ‘আউজু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন গাদাবিহি ওয়া ইক্বাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াত্বিনি ওয়া আঁই-ইয়াহ্‌দুরুন।’ (তিরমিজি, আবু দাউদ)।

মহান রাব্বুল আলামিন আল্লাহ তায়ালা মুসলিম উম্মাহকে স্বপ্নের ভালো-মন্দের প্রতি যথাযথ খেয়াল রেখে আমল করার তাওফিক দান করুন। আমিন।

Place your advertisement here
Place your advertisement here