• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

কোরআনের বাণী

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২২  

Find us in facebook

Find us in facebook

অভিবাদন ফিরিয়ে দিয়ো না

ইরশাদ হয়েছে, ‘যখন তোমাদের অভিবাদন করা হবে, তোমরা তার চেয়ে ভালো অভিবাদন করবে অথবা তার অনুরূপ করবে। নিশ্চয়ই আল্লাহ সর্ব বিষয়ে হিসাব গ্রহণককারী।’ (আয়াত : ৮৬)

মানুষ হত্যাকারীর প্রতি আল্লাহর অভিশাপ

ইরশাদ হয়েছে, ‘যে কোনো মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করে, তার শাস্তি জাহান্নাম, সেখানে চিরদিন থাকবে। আল্লাহ তার প্রতি রুষ্ট হবেন, তাকে অভিশাপ করবেন এবং তার জন্য প্রস্তুত করবেন মহাশাস্তি।’ (আয়াত : ৯৩)

সিদ্ধান্ত নেওয়ার আগে যাচাই করবে

ইরশাদ হয়েছে, ‘হে মুমিনরা, তোমরা যখন আল্লাহর পথে বের হও, তখন যাচাই করে নেবে। কেউ তোমাদের সালাম দিলে পার্থিব সম্পদের আশায় বলবে না, তুমি মুসলিম নও। কেননা আল্লাহর কাছে অনায়াসলভ্য সম্পদ প্রচুর রয়েছে।...’ (আয়াত : ৯৪)

আল্লাহর জন্য ত্যাগ করলে বেশি পাওয়া যায়

ইরশাদ হয়েছে, ‘কেউ আল্লাহর পথে হিজরত করলে সে পৃথিবীতে বহু আশ্রয়স্থল ও প্রাচুর্য লাভ করবে।...’

(আয়াত : ১০০)

সময়মতো নামাজ পড়ো

ইরশাদ হয়েছে, ‘...যখন তোমরা নিরাপদ হবে, নামাজ আদায় করবে। নিশ্চয়ই মুমিনের ওপর নির্ধারিত সময়ে নামাজ আদায় ফরজ করা হয়েছে।’

(আয়াত : ১০৩)

Place your advertisement here
Place your advertisement here