• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৬ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

নীলফামারীতে ৬০০ কৃষকের মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরণ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ এপ্রিল ২০২৪  

Find us in facebook

Find us in facebook

নীলফামারীতে ক্ষুদ্র ও প্রান্তিক ৬০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায়  বিনামূল্যে পাট বীজ বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে সদর উপজেলা কৃষি অফিসের হলরুমে প্রধান অতিথি হিসেবে কৃষকদের হাতে বীজ তুলে দিয়ে বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান।

তিনি বলেন, পাটের আবাদ বৃদ্ধিতে সরকারি উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে বীজ প্রদান করা হচ্ছে। বর্তমান কৃষি বান্ধব সরকার কৃষকদের পাশে থেকে সব ধরনের ফসল চাষে কৃষকদের উৎসাহিত করতে প্রণোদনা হিসেবে বিভিন্ন মৌসুমে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করছে। 

সোনালী আঁশ পাটের চাষে পর্যায়ের কৃষি কর্মকর্তারা কৃষকদের পাশে থেকে সব ধরনের সহযোগিতা করবে বলে জানান তিনি।

এ সময় সদর উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মো. বকুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা সৌমেন রায়।

সদর উপজেলা কৃষি অফিসার আতিক আহমেদ জানান,২০২৩-২৪ অর্থ বছরের খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১৫টি ইউনিয়নে পাট চাষের জন্য ৬০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের এক কেজি করে বীজ প্রদান করা হয়েছে।

Place your advertisement here
Place your advertisement here