• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

পার্বতীপুরে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাই-সাইকেল বিতরণ   

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ মার্চ ২০২৪  

Find us in facebook

Find us in facebook

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানের দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাই-সাইকেল বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে পার্বতীপুর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা খাতুন এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো: হাফিজুল ইসলাম প্রামাণিক।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইসচেয়ারম্যান আমিরুল মোমেনীন, রুখশানা বারি রুকু, উপজেলা প্রকৌশলী মো: আহসান হাবীব ও সরকারি বঙ্গবন্ধ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোক্তারুল আলম প্রমুখ। পার্বতীপুর উপজেলা প্রকৌশল বিভাগ সুত্র জানায়, ২০২৩-২৪ এডিপি উন্নয়ন খাত প্রাক্কলিত মূল্য ৩ লাখ ৫০ হাজার টাকা ব্যায়ে পার্বতীপুর উপজেলায় মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের যাতায়াতের সুবিধার্থে এসব দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে বাইসাইকেল প্রদান করা হয়।

প্রধান অতিথি বলেন, নিজেদেরকে আত্ম-নির্ভরশীল ও লেখাপাড়ায় মনোনিবেশ করে তুলতে শিক্ষার্থীদের মাঝে বাই-সাইকেল বিতরণ করা হয়েছে। 

Place your advertisement here
Place your advertisement here