• মঙ্গলবার ২১ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১২ জ্বিলকদ ১৪৪৫

Find us in facebook

আদিতমারীতে অবৈধ মজুদ বিরোধী অভিযান 

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৪  

Find us in facebook

Find us in facebook

রমজান উপলক্ষে লালমনিরহাটে অবৈধ মজুদ বিরোধী অভিযান পরিচালনা করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার দুপুরে জেলার আদিতমারী বুড়িরবাজার এলাকায় এ অভিযান চালানো হয়। 

অভিযানে বিভিন্ন দোকানে মূল্য তালিকা, মজুদ লাইসেন্স তদারকি, অবৈধ মজুদ রাখা, সঠিক মাপ প্রদান নিয়ে ৪টি দোকানে ৮৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। এসময় সাধারণ মানুষকে অতিরিক্ত পণ্য ক্রয় না করতে জনসচেতনতা বাড়াতে আহবান জানানো হয়। এসময় খাদ্য অধিদপ্তরের প্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

লালমনিরহাট ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক এএসএম মাসুম উদ দৌলা বলেন, অবৈধ ভাবে মজুদ করে যাতে দাম নিয়ে কারসাজি না করতে পারে তা তদারকি করা হচ্ছে। এছাড়াও মজুদ লাইসেন্স না থাকলে মজুদ না করারও পরামর্শ দেওয়া হয়েছে।সাধারণ মানুষ যাতে এক সাথে বেশি পণ্য ক্রয় না করে তাতেও নিরুৎসাহিত করা হচ্ছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

(বাংলাদেশ প্রতিদিন)

Place your advertisement here
Place your advertisement here