• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

বদরগঞ্জে পুকুর থেকে রেল কর্মচারীর লাশ উদ্ধার

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৪  

Find us in facebook

Find us in facebook

রংপুরের বদরগঞ্জে মোকাদ্দেস আলী (২৭) নামে এক রেলওয়ে কর্মচারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে পৌর শহরের বালুয়া ভাটা এলাকার একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। মোকাদ্দেস আলী দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজির হাট এলাকার আব্দুস সামাদ মন্ডলের ছেলে। তিনি বদরগঞ্জ রেলওয়ে ওয়েম্যান পদে চাকরি করতেন।

বদরগঞ্জ রেলওয়ে সূত্রে জানা গেছে, মোকাদ্দেস গত ৬ জানুয়ারি বদরগঞ্জ রেলওয়ে স্টেশনে ওয়েম্যান হিসেবে যোগদান করেছিলেন। তিনি স্থানীয় বালুয়াভাটার একটি ছাত্রাবাসে ভাড়া থাকেন।

তার সঙ্গে রুমে থাকা সঙ্গী বদরগঞ্জ সরকারি কলেজের ছাত্র রায়হান আলী বলেন, ‘বুধবার রাত ৮টার দিকে একসঙ্গে খাওয়া-দাওয়া করেছি। এরপর আনুমানিক ১১টা ৩০ মিনিটে মোকাদ্দেস রুম থেকে বের হয়ে যান, আর ফেরেননি।’

রেলওয়ে স্টেশনে চাকরি করা ওয়েম্যান পদে তার সহযোগী শাহজালাল বলেন, ‘বুধবার বিকেল ৪টা পর্যন্ত মোকাদ্দেস ডিউটি পালন করেন।

স্টেশন মিস্ত্রিদের প্রধান শফিকুল ইসলাম বলেন, ‘আমার অধীনে ১১ জন কাজ করেন। মোকাদ্দেস বুধবার বিকেল ৪টা পর্যন্ত ডিউটি পালন করেন। তাকে কে বা কারা কেন মেরেছেন তা জানি না। তবে হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি করছি।’

বদরগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার এ এস এম রায়হান বলেন, ‘মোকাদ্দেস আলী আমার অধীনে ছিলেন না। শুনেছি কয়েক দিন আগে তিনি রেলওয়ে স্টেশনে ওয়েম্যান হিসেবে যোগদান করেছিলেন।’

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা বলেন, ‘খবর পেয়ে পুকুর থেকে মোকাদ্দসের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মর্গে পাঠানো হয়েছে। তাকে কেন কারা মেরেছেন তা সন্ধানে পুলিশ কাজ করছে। আশা করি তার হত্যাকারীদের দ্রুত শনাক্ত করা হবে।’
 

Place your advertisement here
Place your advertisement here