• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

রংপুরে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনি সরঞ্জাম

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ জানুয়ারি ২০২৪  

Find us in facebook

Find us in facebook

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট বক্সসহ নির্বানি সরঞ্জাম পৌঁছে গেছে ভোট কেন্দ্রে। শনিবার সকাল থেকে রংপুর জেলার ৮ উপজেলার ৬টি সংসদীয় আসনের জন্য এসব নির্বাচনি সরঞ্জমাদি বিতরণ শুরু হয়েছে। 

রংপুর জেলার ৬টি সংসদীয় আসনের ৬৫৯টি কেন্দ্রের জন্য প্রিজাইডিং অফিসারদের কাছে ব্যালট বক্স, ভোটার তালিকা, সিল, প্যাড, কালিসহ নানা সরঞ্জমাদি বুঝিয়ে দেওয়া হয়। প্রিজাইডিং অফিসাররা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যদের নিরাপত্তার মধ্য দিয়ে নির্বাচনি সরঞ্জাম নিয়ে নিজ কেন্দ্রে পৌঁছান। 

রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টার মিলনায়তনে রংপুর-৩ আসনের নির্বাচনি সরঞ্জমাদি বিতরণ করেন, সহকারী রিটার্নিং অফিসার ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈম শেখ।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মমিনুর আলম বলেন, রংপুর-৩ সদর আসনের ১৭৫টি ভোট কেন্দ্রের ভোটার তালিকা, অফিসিয়াল সিল, মার্কিং সিলসহ অন্যান্য নির্বাচনি সামগ্রী বিতরণ করছি। পুলিশ-আনসার বাহিনীর সদস্যদের নিয়ে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রিজাইডিং অফিসাররা স্ব-স্ব ভোট কেন্দ্রে যাচ্ছেন। ব্যালট পেপার রবিবার সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কেন্দ্রগুলোতে যাবে।

রংপুর রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান বলেন, নির্বাচনি সরঞ্জাম কেন্দ্রগুলোতে পাঠানো হয়েছে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

Place your advertisement here
Place your advertisement here