• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

সৃজনশীল মানুষরা সমৃদ্ধ বাংলাদেশ গড়বে: বিভাগীয় কমিশনার

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ জানুয়ারি ২০২৪  

Find us in facebook

Find us in facebook

রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান বলেছেন, শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি অন্যান্য বই পাঠ এবং শিক্ষকদের আনন্দের সাথে ক্লাসে পাঠদান নিশ্চিত করতে হবে। পাশাপাশি সহ শিক্ষাকার্যক্রম বিশেষ করে খেলাধুলা করাতে হবে শিক্ষার্থীদের। তাহলে সৃজনশীল মানুষ গঠনের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা আরো সহজ হবে।

সোমবার (১ জানুয়ারি) সকালে রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে বিভাগীয় বই উৎসবের উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের মাধ্যমে এই আহবান জানান।

বিভাগীয় কমিশনার বলেন, রংপুর বিভাগে প্রাইমারী পর্যায়ে ২৯ লাখ ২৭ হাজার শিক্ষার্থীর মধ্যে সোয়া কোটি এবং মাধ্যমিক পর্যায়ে ২০ লাখ ৯৬ হাজার শিক্ষার্থীকে ২ কোটি ৭৪ লাখ বই বিতরণ করা হবে। ২/১ টি বই ঠিকাদার সরবরাহ না করার কারনে আসেনি। সেগুলো এক সপ্তাহের মধ্যে বিতরণ করা হবে। বই উৎসবকে ঘিরে রংপুর বিভাগের শিক্ষা প্রতিষ্ঠানগেুলোতে শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকদের মিলন মেলা বসেছে।

এসময় বিভাগীয় মাধ্যমিক উপ-পরিচালক শফিকুল ইসলাম, প্রাথমিকের বিভাগীয় পরিচালক মুজাহিদুল ইসলাম বুলেটসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Place your advertisement here
Place your advertisement here