• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

রংপুরে তেল জাতীয় ফসলের চাষাবাদ ও সংরক্ষণ কৌশল বিষয়ক প্রশিক্ষণ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২৩  

Find us in facebook

Find us in facebook

বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও স্বল্প জীবন কালীন তেল জাতীয় ফসলের অন্তর্ভক্তির মাধ্যমে ফসলের নিবিড়তা বৃদ্ধি, চাষাবাদ ও সংরক্ষণ কৌশল শীর্ষক কৃষক প্রশিক্ষণ রংপুর বিনা উপকেন্দ্রে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগীতায় অনুষ্ঠিত হয় ।

গতকাল শুক্রবার (০১ ডিসেম্বর) সকালে এতে প্রধান অতিথি ছিলেন বিনার মহাপরিচালক ড, মির্জা মোফাজ্জল ইসলাম ।রংপুর বিনার ভারপ্রাপ্ত কর্মকতা ড, মোহাম্মদ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ডিএই রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো: আফতার হোসেন , বিনা(ময়মনসিংহ)সিএসও ড. সিদ্দিকুর রহমান , বিনার প্রকল্প পরিচালক ড. মো: শহীদুল ইসলাম, উপ-প্রকল্প পরিচালক ড. মো: কামরুজ্জামান। বক্তব্য রাখেন বিনার বৈজ্ঞানিক কর্মকর্তা বিনার বৈজ্ঞানিক কর্মকর্তা মো: আরাফত হোসেন তপু ,কৃষিবিদ বিনার বৈজ্ঞানিক কর্মকর্তা মোতাব্বের রহমান প্রমূখ ।

এই কৃষক প্রশিক্ষণে ৫০ জন কৃষক কৃষানি উপস্থিত থেকে বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও স্বল্প জীবন কালীন তেল জাতীয় ফসলের অন্তর্ভক্তির মাধ্যমে ফসলের নিবিড়তা বৃদ্ধি, চাষাবাদ ও সংরক্ষণ কৌশল প্রশিক্ষণ গ্রহণ করেন ।পরে কৃষক কৃষানিদের  মধ্যে উন্নত সরিষার বীজ বিতরণ করা হয় । 

পরে নিরাপদ সব্জি উৎপাদনে পোকামাকড়ের সম্বনিত দমন ব্যবস্থাপনা(আইপিএম )র্শীষক কৃষক প্রশিক্ষণ রংপুর বিনা উপকেন্দ্রে অণুষ্ঠিত হয়।

Place your advertisement here
Place your advertisement here