• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

Find us in facebook

রংপুর বিভাগে পাশের হার কমেছে ৫ শতাংশের বেশি

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৩  

Find us in facebook

Find us in facebook

রংপুর বিভাগের দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় পাশের হার ৭৪ দশমিক ৪৮ শতাংশ।  গত বছর পাশের হার ছিল ৭৯ দশমিক ৮ শতাংশ।  গতবারের চেয়ে এবার পাশের হার কমেছে ৫ শতাংশের বেশি। বিভাগের ৮ জেলার মধ্যে সবচেয়ে ভালো ফলাফল করেছে রংপুরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা। 

দিনাজপুর শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, পাশের হারে ছাত্রদের চেয়ে ছাত্রীরা এগিয়ে রয়েছে। ছাত্র পাশের হার ৭০ দশমিক ৫০ শতাংশ এবং ছাত্রী পাশের হার ৭৮ দশমিক ৩৬ শতাংশ। পরীক্ষায় অংশ গ্রহণ করে জিপিএ-৫ পেয়েছেন  ৬ হাজার ৪৫৯ জন। এর মধ্যে ছাত্রী জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ৩৬৮ জন এবং ছাত্র জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৬৫ জন।  এই বোর্ডে এবার  ৮২ জাজার ৫৭৯ জন শিক্ষার্থী পরীক্ষায় পাশ করেছেন।  মোট পরীক্ষাথীর সংখ্যা ছিল ১ লাখ ১২ হাজার ২৬৮জন। এর মধ্যে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা এক লাখ ১০ হাজার ৮৭৬ জন।  বিভাগের ৮ জেলায় ৬৭১ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মোট ২০৫ টি কেন্দ্রের মাধ্যমে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ গ্রহণ করেন। এবারে পরীক্ষায় বহিষ্কার হয়েছে ৩৭ জন শিক্ষার্থী। শতভাগ পাশকৃত কলেজের সংখ্যা ১৩টি, শূন্য পাশের হার ১৬টি কলেজে। এছাড়া জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে রংপুর জেলা। এই জেলায় । এই জেলায় জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৭২১ জন। এর পরে রয়েছে দিনাজপুর জেলা।  এই জেলায় জিপিএ-৫ পেয়েছে এক হাজার ২৩০ জন।  এছাড়া গাইবান্ধায় ৭২১জন, নীলফামারীতে ৭৫৫ জন, কুড়িগ্রামে ৩৩৩জন, লালমনিরহাটে ২১৮ জন, ঠাকুরগাওয়ে ৩৫৭  জন এবং পঞ্চগড়ে ১২৪ জন জিপিএ-৫ পেয়েছে। 

এদিকে রংপুরের শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবারও ভাল ফলাফল অর্জন করেছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে বেশিরভাগের পাসের হার শতকরা ৯০ ভাগের উপরে। জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাও সবচেয়ে বেশি।  রংপুর ক্যাডেট কলেজে এ বছর ৫২ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ৫১ জন পাসসহ জিপিএ-৫ পেয়েছে। শতকরা পাসের হার ৯৮ ভাগ। রংপুর সরকারী কলেজে ১ হাজার ১৮০ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাস করেন, ১ হাজার ১৩২ জন। জিপিএ-৫ পেয়েছে ৪২৪ জন। শতকরা পাসের হার শতকরা ৯৬ ভাগ। কারমাইকেল কলেজের ৮৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৭৫৬ জন এবং জিপিএ-৫ পেয়েছে ১৬৬ জন। পাসের হার শতকরা ৮৮ ভাগ। রংপুর সরকারী সিটি কলেজের ১৮৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১৭৯ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১৬ জন এবং পাসের হার শতকরা ৯৫ ভাগ। সরকারী বেগম রোকেয়া কলেজের ৮’শ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৭৪১ জন। জিপিএ-৫ পেয়েছে ৯৫ জন এবং পাসের হার শতকরা ৯৩ ভাগ। রংপুর ক্যান্টপাবলিক স্কুল এন্ড কলেজের ৯৫৯ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৯৫৬ জন। জিপিএ-৫ পেয়েছে ৪৭০ জন এবং পাসের হার শতকরা ৯৯ ভাগ। মিলিনিয়াম স্টারস স্কুল এন্ড কলেজের ১৩৫ জন পরীক্ষার্থীর সবাই পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ১০৭ জন। পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের ৭৭৬ পরীক্ষার মধ্যে ৭৭৪ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৪৬০ জন। বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজের ২৭৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২৬৯ জন। জিপিএ-৫ পেয়েছে ৩৪জন এবং পাসের হার শতকরা ৯৭ ভাগ।

Place your advertisement here
Place your advertisement here