• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

Find us in facebook

বেরোবিতে জমকালো আয়োজনে দীপাবলি উৎসব পালিত

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৩  

Find us in facebook

Find us in facebook

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্যামাপূজা আজ। একই সঙ্গে দীপাবলি উৎসবও আজ। দিনটি উপলক্ষে সন্ধ্যার পরপরই জমকালো আয়োজনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) দীপাবলি উৎসব পালিত হয়েছে। 

রোববার (১২ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে শ্রী শ্রী শ্যামাপূজা উপলক্ষে স্বাধীনতা স্মারকে এ উৎসবের আয়োজন করা হয়। 

এ সময় হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীরা অজ্ঞানতার অন্ধকার দূর করে দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রায় ৫ হাজার মোমবাতি ও প্রদীপ প্রজ্বলন করেন। মঙ্গলপ্রদীপ প্রজ্বলনের আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে একটি মঙ্গল শোভাযাত্রা বের করে সনাতন বিদ্যার্থী সংসদ। শোভাযাত্রাটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাসিবুর রশীদ। এ সময় সুন্দর ও জমকালো আয়োজন করার জন্য উপাচার্য সনাতন বিদ্যার্থী সংসদকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।

এছাড়াও উপস্তিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শিক্ষক সমিতির সভাপতি সহযোগী অধ্যাপক শরিফুল ইসলাম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মন্ডল আসাদ সহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক বিজন মোহন চাকী।

Place your advertisement here
Place your advertisement here