• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

Find us in facebook

বৃষ্টির আশায় ঠাকুরগাঁওয়ে ব্যাঙের বিয়ে

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ মে ২০২৩  

Find us in facebook

Find us in facebook

বরের নাম মেঘ, আর কনে বৃষ্টি। দুইজন মিলে মেঘ-বৃষ্টি। মেঘবৃষ্টির গায়ে জড়ানো রঙিন কাপড়। রঙিন কাপড়ে জড়ানো এই বরকনেকে দেখতে ভিড় জমায় উৎসুক মানুষ। কেননা বরকনের জায়গায় ছিল দুইটি ব্যাঙ।

বৃষ্টির আশায় শনিবার (১৩ মে) রাতে এমনই এক ব্যতিক্রম বিয়ের আয়োজন করা হয় ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে। যথারীতি বিয়েতে ৯ লাখ ৯ হাজার ৯৯৯ টাকা দেনমোহর দেওয়া হয় এবং নিমন্ত্রণ করে খাওয়ানো হয় এলাকার লোকদের।

দেশের উত্তরাঞ্চলীয় শহর ঠাকুরগাঁও। এ বছর জেলায় দিন দিন বেড়েই চলেছে তাপমাত্রা। নেই বৃষ্টিপাত, সঙ্গে প্রচন্ড দাবদাহ। পুড়ছে চারদিক, নাভিশ্বাস উঠছে জনজীবনে। খরা ও দাবদাহে ব্যাঙের বিয়ে দিলে বৃষ্টি হবে- সেই বিশ্বাস থেকেই এ বিয়ের আয়োজন।

মেঘ নামের বর ব্যাঙের গায়ে হলুদ অনুষ্ঠানের আয়োজন করা হয় পীরগঞ্জ উপজেলার ভাকুড়া খালপাড়ার আনিসুরের বাড়িতে। আর কনে বৃষ্টি ব্যাঙের গায়ে হলুদ অনুষ্ঠান হয় নারায়নপুর গ্রামের আমজাদ আলীর বাড়িতে। বিকেলে গায়ে হলুদের পর্ব শেষ করে সন্ধ্যায় ভাকুড়া খালপাড়া থেকে আনুষ্ঠানিক ভাবে বরযাত্রী নিয়ে নারায়পুরে কনে বৃষ্টির বাড়িতে আসেন বর পক্ষ।

ব্যাঙের বিয়ে বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির বলেন, লোকজ বিশ্বাস থেকে প্রবাহমান বাংলার এই ঐতিহ্যকে ধরে রাখতে প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হবে।

Place your advertisement here
Place your advertisement here