• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৮ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

বর যাত্রীর সঙ্গে বাজি ধরে সাতরে নদী পারের চেষ্টা, যুবক নিখোঁজ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২৩  

Find us in facebook

Find us in facebook

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিয়ে শেষে ফেরার পথে বর যাত্রীর সঙ্গে বাজি ধরে নদী সাতরে পার হওয়ার সময় এক যুবক নিখোঁজ হয়েছেন। নিখোঁজ যুবকের নাম বাবুল মিয়া (২২)।

তিনি উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের মাওলানা পাড়ার আনিছ আলীর ছেলে। গতকাল রোববার (৫ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে দুধকুমার নদের শহিদুলের ঘাট এলাকায় এই ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, পাইকেরছড়া মাওলানা পাড়ার মোজাম্মেল হকের ছেলে হাসেম আলীর সঙ্গে তিলাই ইউনিয়নের খোচা বাড়ির চর এলাকার মৃত হযরত আলীর মেয়ের সঙ্গে বিয়ে হয়। রোববার (৫ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে নৌকাযোগে দুধকুমার নদী পারি দেওয়ার সময় বাজি ধরেন বরের ফুফাত ভাই বাবুল। ৫০০ টাকা বাজিতে কনকনে ঠাণ্ডায় মাঝ নদীতে ঝাপ দেন তিনি। 

কিছু দূর সাতরে যাওয়ার পর প্রচণ্ড স্রোতে পানিতে তলিয়ে যায় বাবুল। গতকাল রাত থেকে সোমবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত নদীর বিভিন্ন জায়গাতে খোঁজ করেও বাবুল মিয়ার কোনো সন্ধান পাওয়া যায় নাই।

ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল এলে উদ্ধার কার্যক্রম শুরু হবে।

Place your advertisement here
Place your advertisement here