• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

Find us in facebook

ফুলবাড়ীতে ৩য় ধাপে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলেন ২২৮ জন

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ জুলাই ২০২২  

Find us in facebook

Find us in facebook

দিনাজপুরের ফলবাড়ীতে তৃতীয় ধাপে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়েছেন ২২৮ জন গৃহহীন ও ভূমিহীন পরিবার। গতকাল বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃতীয় ধাপে দেশব্যাপী গৃহহীন ও ভূমিহীনদের পরিবারগুলোর মাঝে ঘর হস্তান্তর করেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুলবাড়ী উপজেলার ২২৮ টি দুস্থ পরিবারের মাঝে ঘর ও ঘরের চাবি হস্তান্তর করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী পৌরসভার মেয়র মাহমুদ আলম লিটন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শামীমা আক্তার জাহান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার, থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাফিউল ইসলাম প্রমুখ। এ সময় বিভিন্ন শ্রেণি ও পেশার সুধিজন উপস্থিত ছিলেন।

Place your advertisement here
Place your advertisement here