• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

Find us in facebook

ডিমলায় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২২  

Find us in facebook

Find us in facebook

‘পুষ্টি, মেধা দারিদ্র্য বিমোচন, প্রাণিসম্পদ প্রদশনীর আয়োজন’ এবারের এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের সাথে নীলফামারীর ডিমলা উপজেলায় প্রাণিসম্পদ প্রদর্শনী দিনব্যাপী মেলার আয়োজন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তর ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা উদ্বোধন করা হয়। 

আজ বুধবার (১৬-ফেব্রুয়ারী) সকালে উপজেলা পরিষদ চত্তরে প্রাণিসম্পদ এ প্রদর্শনী মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইবনুল আবেদীন এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ডাঃ মোঃ সাইদুর রহমান। 

এসময় অনুষ্ঠনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা শামীমা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম৷ উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের এল এম পি মোঃ হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায়, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা তপন চন্দ্র বর্মন, এল, এস, পি বাদশা সেকেন্দার ভুট্টু প্রমুখ৷ প্রদর্শনী মেলায় বিভিন্ন খামারীদের ৩০টি স্টল অংশ গ্রহণ করে। 

উদ্বোধন শেষে খামারীদের স্টলগুলো ঘুরে ঘুরে দেখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সহ অতিথি বৃন্দরা এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত গোখামারীদের হাতে গো-খাদ্য ও ভিটামিন তুলে দেন। 

উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম বলেন, বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা হলেন গরীব বান্ধব এবং জনবান্ধব সরকার। তিনি আছেন বিধায় আজকে বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছে। তিনি আছেন বলেই এ দেশে একটা লোকও না খেয়ে মারা যায় না। বাজার সহনীয় পর্যায় এবং খামারীরা যাতে ক্ষতিগ্রস্থ না হয় সেদিকে লক্ষ্য রেখে বাজারে ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্র করা হয়েছে। 

করোনা মহামারির পরিস্থিতিতে জীবন ও জীবিকা নির্বাহের মধ্য দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে সামনের দিকে। তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে না পারলে, আমাদের উন্নতি ব্যাহত হবে। তাই মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দেশটাকে সবাই মিলে এগিয়ে নিতে হবে।

Place your advertisement here
Place your advertisement here