• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

Find us in facebook

সৈয়দপুরে অগ্নিকাণ্ডে ৯টি বাড়ি পুড়ে ছাই

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২২  

Find us in facebook

Find us in facebook

নীলফামারীর সৈয়দপুরে অগ্নিকাণ্ডে ৯টি বাড়ি পুড়ে ছাই হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত প্রায় ৪টায় উপজেলার নিয়ামতপুর জুম্মাপাড়ায় ওই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিটের কারনে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

আজ বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ২টায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ছুটে যান সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুল মোমিন। তিনি তাঁদেরকে কম্বল, শাড়ি ও আর্থিক সহায়তা প্রদান করেন।

জানা যায়, রাত প্রায় ৪টায় ওই এলাকার মৃত. ছলিমুদ্দিনের ছেলে মমতাজ উদ্দিনের বাড়ী থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যেই তার পাশের বাড়িগুলোতে আগুন ছড়িয়ে পড়ে।  এতে প্রতিবেশী আব্দুল মিস্ত্রির ছেলে আব্দুল জব্বার, আব্বাস আলী, হাসান আলী ও জাহেদা খাতুনের ঘরসহ ৯টি ঘর পুড়ে যায়। 

খবর পেয়ে সৈয়দপুর ফায়ারসার্ভিস দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের ওই পরিবারগুলোর গবাদীপশু, ধান, চাল, আসবাবপত্র ও নগদ অর্থ পুড়ে যায়। ক্ষতির পরিমাণ প্রায় ২০ লক্ষাধিক টাকা বলে দাবী করেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।

সৈয়দপুর ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা খুরশিদ আলম জানান, শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হতেপাওে কিন্তু একটি ঘড়ে থাকা গ্যাস সিলেন্ডার বিস্ফোরণের কারনে আগুন খুবদ্রুত ছড়িয়ে পরে সর্বত্র। প্রায় ২ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

Place your advertisement here
Place your advertisement here