• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

Find us in facebook

কর্মসংস্থান সৃষ্টিতে অগ্রণী ভূমিকা রাখতে পারে প্রাণিসম্পদ খাত

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২২  

Find us in facebook

Find us in facebook

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, যুবকদের কর্মসংস্থান সৃষ্টিতে প্রাণিসম্পদ খাত অগ্রণী ভূমিকা রাখতে পারে। যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে খামার স্থাপন করলে প্রাণিজ আমিষের ঘাটতি পূরণের পাশাপাশি বেকার সমস্যাও দূর হবে।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে মন্ত্রী এসব কথা বলেন। প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২২ উপলক্ষে এ সভার আয়োজন করে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, সুস্থ ও সবল জাতি গঠনে শরীরে সঠিক পরিমাণে প্রাণিজ আমিষ গ্রহণ অপরিহার্য। এ প্রদর্শনীর মাধ্যমে মানুষ প্রাণিজ খামার গড়তে আগ্রহী হবেন। এতে দেশের প্রোটিনের চাহিদা পূরণের পাশাপাশি যুবকদের কর্মসংস্থানেরও সুযোগ হবে।

তিনি আরও বলেন, সরকারের একমাত্র লক্ষ্য জনগণের জীবনমান উন্নয়ন করা, তা বাস্তবায়নে সরকারি কর্মচারীদের পাশাপাশি জনগণকেও সম্পৃক্ত হতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জি আর সারোয়ারের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রফিকুল আলম ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মোশারফ হোসেন প্রমুখ। পরে সমাজকল্যাণমন্ত্রী আরও দুটি উপজেলার প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করেন।

Place your advertisement here
Place your advertisement here