• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

Find us in facebook

সোলার স্ট্রিট লাইটে আলোকিত হচ্ছে হাতীবান্ধা শহর

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২২  

Find us in facebook

Find us in facebook

লালমনিরহাটের হাতীবান্ধা শহরে বিদ্যুৎ না থাকলেও আর অন্ধকার থাকবে না। শহরের সড়কগুলোতে স্থাপন করা হচ্ছে সোলার স্ট্রিট লাইট। উপজেলা গেট থেকে মেডিকেল মোড় রেলগেট পর্যন্ত সড়কের দুইধারে ৩৯টি সোলার স্ট্রিট লাইট স্থাপনের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।
রোববার বিকেলে লালমনিরহাট-১ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এ কর্মসূচি উদ্বোধন করেন।

তিনি জানান, ২০১৮-১৯ অর্থবছরের বরাদ্দকৃত ১৫ লাখ ৬৮ হাজার ৭১৫ টাকা ব্যয়ে হাতীবান্ধা উপজেলা গেট থেকে মেডিকেল মোড় রেলগেট পর্যন্ত সড়কের দুইপাশে সোলার স্ট্রিট লাইট স্থাপন করা হচ্ছে। স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি’র (জাইকা) অর্থায়নে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের (ইউজিডিপি) আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে।

এমপি আরো জানান, প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। আশা করছি নিদ্ধারিত সময়ের মধ্যেই পুরো কাজ শেষ হবে। সোলার স্ট্রিট লাইট স্থাপনের ফলে হাতীবান্ধা শহরের সড়কগুলো এখন থেকে সবসময় আলোকিত থাকবে। এসব লাইট রক্ষণাবেক্ষণের দায়িত্ব স্থানীয়দের। সঠিকভাবে রক্ষণাবেক্ষণে আমরা দীর্ঘদিন এ প্রকল্পের সুবিধা ভোগ করতে পারব।

Place your advertisement here
Place your advertisement here