• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

Find us in facebook

নীলফামারীতে আগুনে পুড়ে ছাই ৫০টি ঘর

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২২  

Find us in facebook

Find us in facebook

নীলফামারী সদরের পঞ্চপুকুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে গেছে ৫০টি ঘর। গতকাল রোববার (১৩ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে ইউনিয়নের জুম্মাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আগুনে ২৮টি পরিবারের প্রায় ৫০টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে নীলফামারী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। কোনো নিহতের ঘটনা না ঘটলেও কয়েকজন আহত হয়েছেন। আগুনে ঘরে থাকা নগদ অর্থ, ধান, চাল, আসবাবসহ প্রয়োজনীয় সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।

নীলফামারী ফায়ার সার্ভিসের ডিএডি মো. আমিরুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে গ্যাসের সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এখনই ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না। তদন্ত করে এ বিষয়ে জানানো হবে।

Place your advertisement here
Place your advertisement here