• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

Find us in facebook

দিনাজপুরে পাসের হার ও জিপিএ ৫ দুটোই বেড়েছে

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২২  

Find us in facebook

Find us in facebook

দিনাজপুর শিক্ষা বোর্ডে এইচএসসিতে এবার পাসের হার ৯২.৪৩ শতাংশ। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১৫ হাজার ৩৪৯ জন শিক্ষার্থী। আজ রবিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. তোফাজ্জুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, এ বছর দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে দিনাজপুর, রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, গাইবান্ধা, কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার দুই হাজার ৬৬৭টি বিদ্যালয়ের এক লাখ ১৩ হাজার ৪৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।

তাদের মধ্যে ছাত্র ৫৬ হাজার ২৫৭ জন এবং ছাত্রী ৫৬ লাখ ৭৮৭ জন। উত্তীর্ণ হয়েছে এক লাখ চার হাজার ৪৮৪ জন। এবার পাসের হার ৯২.৪৩ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ১৫ হাজার ৩৪৯ জন। জিপিএ ৫ পাওয়া ছাত্রের সংখ্যা সাত হাজার ৭৩২ এবং ছাত্রীর সংখ্যা আট হাজার ১১৭ জন।
২০১৯ সালের চেয়ে এবারের ফলাফল ভালো হয়েছে। গতবার ২০২০ সালে অটোপাসে সবাই পাস করেছে। ২০১৯ সালে এই বোর্ডে পাসের হার ছিল ৭১.৭৮ শতাংশ। ২০২০ সালে অটোপাসে জিপিএ ৫ পেয়েছিল ১৪ হাজার ৮৭১ জন। ২০১৯ সালে জিপিএ ৫ পেয়েছিল চার হাজার ৪৯ জন।

এবার বহিষ্কার হয়েছে তিনজন। ২০১৯ সালে বহিষ্কার হয়েছিল ৫৫ জন। ২০১৯ সালে সাতটি কলেজে কেউ পাস করেনি। এবার দুটি কলেজে কেউ পাস করেনি। ২০১৯ সালে শতভাগ পাস করেছিল ২০টি কলেজে। এবার ৫৩টি কলেজে পরীক্ষার্থীরা শতভাগ পাস করেছে। এবার ফেল করেছে আট হাজার ৫৬০ জন। তাদের মধ্যে এক বিষয়ে অকৃতকার্য হয়েছে ছয় হাজার ৫১৫ জন।

Place your advertisement here
Place your advertisement here