• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

উত্তরাঞ্চলে দ্রুত পোশাক শিল্পের প্রসারণ ও গ্যাস সরবরাহ-টিপু মুনশি

দৈনিক রংপুর

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০১৯  

Find us in facebook

Find us in facebook

উত্তরাঞ্চলে পোশাক শিল্প সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে সরকার। এজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়াও শুরু হয়েছে – জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। 

শুক্রবার (১৮ জানুয়ারি) রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে তাঁর সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।

বাণিজ্যমন্ত্রী জানান, দ্রুততম সময়ে গ্যাস সরবরাহ কাজ শুরু হবে , গ্যাস সরবরাহ শুরু হলেই রংপুরসহ উত্তরাঞ্চলে পোশাক শিল্প স্থাপনের সুযোগ তৈরি হবে।

মন্ত্রী আরও জানান, ‘এ এলাকায় পোশাকশিল্প  হলে স্থানীয়রা  কাজের সুযোগ পাবে। পোশাক শিল্পে বিপুল মানুষের কর্মসংস্থানের সুযোগ রয়েছে।’

তিনি জানান, আগামী ৩ মাসের মধ্যে রংপুরসহ এ অঞ্চলের উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা ঘোষণা করা হবে। পোশাক শিল্পের পাশাপাশি উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক শিল্প, কৃষি গবেষণা ও হাইটেক পার্ক স্থাপনের ব্যাপারেও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন জায়গায় স্থানীয়দের সঙ্গে তিনি মতবিনিময় করেন।

প্রসঙ্গত, মন্ত্রীর দায়িত্ব পাওয়ার  পর তিন দিনের সফরে রংপুরে  রয়েছেন বাণিজ্যমন্ত্রী ।

Place your advertisement here
Place your advertisement here