• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

দ্বিতীয়বারের মতো রংপুর রেঞ্জে শ্রেষ্ঠ এসপি আনোয়ার

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ জুন ২০২০  

Find us in facebook

Find us in facebook

দিনাজপুরের এসপি আনোয়ার হোসেন রংপুর রেঞ্জে টানা দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ এসপি নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য আনোয়ার হোসেনের হাতে ‘শ্রেষ্ঠ এসপি’র পুরস্কার তুলে দেন। 

এর আগে রংপুর রেঞ্জ ডিআইজি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সব ইউনিট সমূহের আইন-শৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতি মূল্যায়ন করেন এবং বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। 

এসপি মোহাম্মদ আনোয়ার হোসেন দিনাজপুরে যোগদানের পর প্রতি মাসের ন্যায় থানায় থানায় অপরাধ সভা, মাদক উদ্ধার, মামলার রহস্য উদঘাটন, ওয়ারেন্ট তামিল, সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কতর্ব্য নিষ্ঠা, সততা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক হওয়ায় সর্বসম্মতিক্রমে রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ এসপি হিসেবে মনোনীত হন। এড়াছা জেলা পুলিশ, বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যগণ বিশেষ পুরস্কারে ভূষিত হন। 

ভিডিও কনফারেন্সের মাধ্যমে পরিচালিত এই মূল্যায়ন সভায় কৃতিত্বপূর্ণ কর্মকাণ্ডের জন্য নির্বাচিত শ্রেষ্ঠ এসপি আনোয়ার হোসেনকে শুভেচ্ছা জানান রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য। ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।  

Place your advertisement here
Place your advertisement here