• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

Find us in facebook

বীরগঞ্জ উপজেলায় যথাযথ মর্যাদায় ৭ই মার্চ উদযাপন 

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ মার্চ ২০২০  

Find us in facebook

Find us in facebook

দিনাজপুরের বীরগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গনে শনিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ামিন হোসেনের সভাপতিত্বে বীরগঞ্জে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।

তিনি তার বক্তব্যে বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বিশ^ মানবতার প্রতীক। আর বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণটি ছিল পৃথিবীর ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ ভাষণ। তিনি বলেছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এর মাধ্যমে বাঙালি জাতির ঐতিহ্য, সংস্কৃতি সারা বিশ্বের কাছে ফুটে ওঠেছে। জাতির জনক বঙ্গবন্ধু দেশ স্বাধীন হবার পর এদেশের প্রত্যেক মানুষের জন্য মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা নিশ্চিত করতে চেয়েছিলেন, কিন্তু তিনি তা করে যেতে পারেন নি। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে তাঁর পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এদিকে ঐতিহাসিক ৭ মার্চ ২০২০ উদযাপন উপলক্ষে বীরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বীরগঞ্জ সরকারি কলেজ চত্বরে আলোচনা সভা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক ভাষণ সমস্বরে পরিবেশন/পাঠ অনুষ্ঠান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম, বীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ খয়রুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের ভারপাপ্ত সাধারন সম্পাদক মো. নুর ইসলাম নুর।

Place your advertisement here
Place your advertisement here