• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

Find us in facebook

দিনাজপুরে মুক্তিযোদ্ধা পরিষদ এর ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা       

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ মার্চ ২০২০  

Find us in facebook

Find us in facebook

দিনাজপুর গণেশতলাস্থ কার্যালয়ে ৭১ এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদ এর আয়োজনে ৭ই মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের এক আলোচনা সভা অনুষ্ঠিত । 
শনিবার সকাল সাড়ে ৮টায় আলোচনা সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ই মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তিকামী বিশাল জনসমুদ্রে বজ্রকন্ঠে বলেন, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো-ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধুর এই ভাষণের পর ছাত্র, কৃষক, শ্রমিক সহ সর্বস্তরের মুক্তিকামী বাঙালী জাতি স্বাধীনতা অর্জনের জন্য মুক্তিযুদ্ধের প্রস্তুতি গ্রহণ করে এবং বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মুক্তিকামী বাঙালী পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে ৯ মাসের স্বসন্ত্র মুক্তিযুদ্ধে বিজয়ী হয়ে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর বিজয় ছিনিয়ে আনে এবং বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামক আমাদের এই দেশটি লাল সবুজের পতাকায় পরিচিতি লাভ করে। 


আলোচনা সভায় উপস্থিত ছিলেন ৭১’র সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদের সভাপতি মোঃ মঞ্জুরুল আলম, সহ-সভাপতি ফরহাদ রহমান খোকন, সাধারন সম্পাদক সাইদুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক মনিরুজ্জামান বাদলু, সুবির চক্রবর্তী ছোটন, সাংগঠনিক সম্পাদক আজাহার আলী মাস্টার, সহ-অর্থ বিষয়ক সম্পাদক আফজাল হোসেন, সহ-দপ্তর সম্পাদক ইয়াছিন আলী প্রমুখ।

Place your advertisement here
Place your advertisement here