• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

Find us in facebook

আটকের ২৪ ঘণ্টা পরেও বাংলাদেশিকে ফেরত দেয়নি বিএসএফ   

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ মার্চ ২০২০  

Find us in facebook

Find us in facebook

কুড়িগ্রামের রৌমারী উপজেলার বেহুলারচর সীমান্ত থেকে আজাহার আলী নামে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

ধরে নেয়ার ২৪ ঘণ্টা পার হলেও ওই বাংলাদেশিকে ফেরত দেয়নি বিএসএফ। বিএসএফর হাতে আটক বাংলাদেশি আজাহার আলীর বাড়ি রৌমারী উপজেলার বেহুলার চর গ্রামে। সে ওই গ্রামের নাডু শেখের ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, বেহুলারচর সীমান্ত দিয়ে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬১/৪ এর কাছে শুক্রবার মধ্য রাতে ১৫/২০ জনের একটি গরু ব্যবসায়ীর দল সীমান্তে অবস্থান নেয়। ভারতীয় গরু ব্যবসায়ীরা তাদের কাছে গরু পাচারের চেষ্টা করলে ভারতের ঝাউডাঙ্গা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে। 

এতে পালাতে না পারায় বাংলাদেশি আজাহার আলীকে সীমান্ত থেকে ধরে নিয়ে যেতে সক্ষম হয় বিএসএফ। পরবর্তীতে তাকে বিএসএফ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ৩৫ বিজিবি ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা বাংলাদেশিকে ফেরত পেতে বিএসএফের কাছে চেষ্টা করে। তবে বাংলাদেশিকে ধরে নেয়ার ২৪ ঘণ্টা অতিবাহিত হলেও বিএসএফ তাকে ফেরত দেয়নি।

রৌমারী উপজেলার সীমান্তের দায়িত্বরত জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল এসএম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  বাংলাদেশিকে ফেরত পেতে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক হয়েছে। 

পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ বাংরাদেশিকে ফেরত দিতে অস্বীকৃতি জানায়। আটক বাংলাদেশির বিরুদ্ধে থানায় মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছে বলেও জানিয়েছে বিএসএফ।

Place your advertisement here
Place your advertisement here