• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

Find us in facebook

দিনাজপুরে লাখো শিক্ষার্থীর কন্ঠে বঙ্গবন্ধুর সেই ভাষণ 

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ মার্চ ২০২০  

Find us in facebook

Find us in facebook

দিনাজপুরে ১ হাজার ৮৬৯ টি শিক্ষা প্রতিষ্ঠানের লাখো শিক্ষার্থীর কণ্ঠে একযোগে বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ পরিবেশন করা হয়েছে।
শনিবার বেলা ১১টায় দিনাজপুর বড গোর এ শহিদ বড় ময়দানে থেকে এ ভাষণের নেতৃত্ব দেয়া দেয়। 

বেলা ১১টায় লাখোকণ্ঠে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ পরিবেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদের হুইপ ইকবালুর রহিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের এসপি আনোয়ার হোসেন।

এর আগে দিনাজপুর শহরের আশেপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাঁচ হাজারের অধিক শিক্ষার্থী গোর-এ-শহীদ বড় ময়দানে উপস্থিত হয়।

ডিসি মাহমুদুল আলমের সভাপতিত্বে সেন্ট ফ্রান্সিস জেভিয়ের স্কুলের দশম শ্রেণির ছাত্র গোস্বামী বঙ্গবন্ধুর ১৮ মিনিটের ভাষণ উচ্চারণ করেন তার ভাষণের সঙ্গে সঙ্গে গোর এ শহীদ বড় ময়দানে উপস্থিত সব ছাত্র শিক্ষার্থী বঙ্গবন্ধুর ভাষণ উচ্চারণ করেন। ভাষণ শেষে সব শিক্ষার্থী এবং শিক্ষক নিজ নিজ প্রতিষ্ঠানে ফিরে নিয়ে যান ।

Place your advertisement here
Place your advertisement here