• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

Find us in facebook

পার্বতীপুরে হাজারো শিক্ষার্থীর কণ্ঠে ৭ মার্চের ভাষণ   

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ মার্চ ২০২০  

Find us in facebook

Find us in facebook

দিনাজপুরের পার্বতীপুরে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ নিজেদের কণ্ঠে ধারণ করে অন্তর্নিহিত তাত্পর্যকে ফুটিয়ে তুলেছে হাজারো শিক্ষার্থী।
শনিবার দুপুরে উপজেলার শহিদ ময়দানে এ কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রশাসন। এতে পৌরসভার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন ইউএনও শাহনাজ মিথুন মুন্নীসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীরা।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ পাঠ করান পাবলিক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র ইবনে মো. আল রিফাত।

কর্মসূচিতে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলো হলো- পার্বতীপুর সরকারি ডিগ্রি কলেজ, পার্বতীপুর আদর্শ কলেজ, মহিলা ডিগ্রি কলেজ, সরকারি বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়, জ্ঞানাঙ্কুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, পার্বতীপুর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়, পার্বতীপুর পাবলিক উচ্চ বিদ্যালয়, আব্দুস সাফি স্মৃতি উচ্চ বিদ্যালয়, মনিরিয়া উচ্চ বিদ্যালয়, হলদীবাড়ি মাধ্যমিক বিদ্যানিকেতন, স্টার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়।

Place your advertisement here
Place your advertisement here