• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

বাস-ট্রাকের সংঘর্ষে রংপুরে আহত ১৫

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২০  

Find us in facebook

Find us in facebook

রংপুরে অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে বাস-ট্রাকের সংঘর্ষে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১৩ জন।
মঙ্গলবার সকালে ঢাকা-রংপুর-মিঠাপুকুর মহাসড়কের দমদমা সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম বাসচালক ছিলেন। তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহতরা রমেকে চিকিৎসাধীন।

রংপুর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার খুরশিদ আলম জানান, সকালে নগরীর মর্ডান মোড় থেকে তুহিন পরিবহনের একটি বাস যাচ্ছিল। বাসটি দমদমা সেতুর কাছে পৌঁছালে অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে বিপরীত থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ১২ যাত্রীসহ দুই চালক আহত হন।

তিনি আরো জানান, গুরুতর আহত অবস্থায় বাস ও ট্রাকের দুই চালককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাসচালক মারা যান। এছাড়া আহত বাসযাত্রী পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মী জান্নাতুন নাহারসহ বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে সংঘর্ষের পর কিছু সময় যান চলাচল বন্ধ থাকায় রংপুর-ঢাকা মহাসড়কে যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তাজহাট থানার ওসি শেখ রোকনুজ্জামান জানান, বাস ও ট্রাকটি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।

Place your advertisement here
Place your advertisement here