• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

কুড়িগ্রামে বেড়েছে শীতের প্রকোপ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২০  

Find us in facebook

Find us in facebook

কুড়িগ্রামে হঠাৎ করে বেড়ে গেছে শীতের প্রকোপ। বিকেল থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকছে চারপাশ। বেলা বাড়ার সাথে সাথে সূর্য উঠলেও হিমেল ঠান্ডা হাওয়ায় রোদের মধ্যেও গড়ম কাপড় পরে চলাচল করছে মানুষ। রোববার কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়সে।


এদিকে ঘন কুয়াশা আর উত্তরের হিমেল হাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ক্রমাগত বাড়ছে শীতের তীব্রতা। বৃষ্টির মতো ঝরছে শিশির। ঠাÐায় চরম বিপাকে পড়েছে শ্রমজীবী ও ছিন্নমূল মানুষসহ পশুপাখি। হাসপাতালগুলোতে দিনদিন বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। টানা শীতের প্রকোপে প্রান্তিক ৬ লাখ মানুষ রয়েছে দুর্ভোগের মধ্যে।

জেলা ত্রান ও পূনর্বাসন বিভাগের তথ্যমতে এখন পর্যন্ত জেলায় শীতার্ত মানুষের জন্য ৬১ হাজার ১৪টি কম্বল উপজেলা পর্যায়ে বিতরণ করা হয়েছে।
কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ কুড়িগ্রামের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যা তীব্র শৈত্যপ্রবাহের রুপ নিতে পারে। রোববার কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়সে।


জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড. মোস্তাফিজুর রহমান প্রধান জানান, চলতি বছর জেলায় ১ লাখ ১১ হাজার হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এজন্য ৫ হাজার ৬৮৮মহেক্টর বীজতলার প্রয়োজন হলেও বীজতলা তৈরী করা হয়েছে প্রায় ৬ হাজার ৬০ হেক্টর জমিতে। এখন পর্যন্ত বোরো বীজতলা ও আলু চাষে কোন ক্ষতি হয়নি বলে এই কর্মকর্তা জানান।

Place your advertisement here
Place your advertisement here