• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

Find us in facebook
সর্বশেষ:
আহতদের দেখতে পঙ্গু হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৪ ঘণ্টায় র‍্যাবের অভিযানে গ্রেফতার ২৯০। মেট্রোরেল স্টেশনে হামলা: ছয়জন রিমান্ডে।

রংপুরে বাসচাপায় জাবি শিক্ষার্থীসহ নিহত ৩

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ জুন ২০২৪  

Find us in facebook

Find us in facebook

রংপুরের গংগাচড়ায় যাত্রীবাহী বাস ও থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মোছা. আজমুদা আক্তার (রিমু) নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে তিনজনে। এদিকে, হাসপাতালে ভর্তি রয়েছেন আরো দুইজন।

নিহত রিমু নীলফামারীর জলঢাকা উপজেলার পুটিমারি গ্রামের আমিনুদ্দিনের মেয়ে। তিনি জাবির ভূতাত্ত্বিক বিজ্ঞানবিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষে ছাত্রী ছিলেন।

শনিবার (৮ জুন) দুপুর‌ে উপজেলার গঞ্জিপুর ভিন্নজগত সড়কে এ দুর্ঘটনা ঘটে। অপর নিহতরা হলেন- আবুল হোসেন ও কিশোরশগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষিকা দীপা রাণী।

জানা গেছে, দুপুরে গঞ্জিপুর এলাকার চেয়ারম্যান মোড়ে বাস ও থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই আবুল হোসেন নিহত হন। আহত চারজনকে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিশোরগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক দীপা রাণী মারা যান। এরপর চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাবি শিক্ষার্থী রিমু।

গংগাচড়া মডেল থানার ওসি মাসুমুর রহমান মাসুম বলেন, ঘটনাস্থলে একজন মারা যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দু’জনের মৃত্যু হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।

Place your advertisement here
Place your advertisement here