• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

জেল থেকে ছাড়া পাওয়ার পরেরদিনই ফের চুরি করতে কে এই চোর?

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৩  

Find us in facebook

Find us in facebook

চুরি করার সময় জনতার হাতে আটক হন সোয়েব আলী। তাঁকে সোপর্দ করা হয় থানায়। সেখান থেকে জেলে। ৫ মাস ২০ দিন জেলে থাকার পর রোববার ছাড়া পান। এর এক দিন পরই চুরি করতে গিয়ে ধরা পড়েন জনতার হাতে। তাঁকে ফের পাঠানো হয় জেলে। সোয়েব আলীর বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলার একবারপুর গ্রামে।

সোয়েব আলী পুলিশকে জানান, গত মে মাসের ৪ তারিখে রিকশা-ভ্যান চুরির সময় পীরগঞ্জ শহরে জনতার হাতে ধরা পড়ে জেলে যান। রংপুর জেলাখানায় থাকেন ৫ মাস ২০ দিন। সেখান থেকে ছাড়া পান গত রোববার। পরদিন ফের চুরি করতে পীরগঞ্জের জাহাঙ্গীরাবাদ বাজারে যান। সেখান থেকে অটোভ্যান চুরি করেন। অটোভ্যানটি সাদুল্লাপুরের আরাজি তরফকামাল গ্রামে বিক্রির সময় তাঁকে আটক করে জনতা। পরে সোয়েব আলীসহ অটোভ্যানটির ক্রেতা বুলু মিয়াকে সাদুল্লাপুর থানায় সোপর্দ করা হয়।

অটোভ্যানের মালিক কোরবান আলী জানান, মঙ্গলবার সন্ধ্যায় মাগরিবের নামাজ আদায় করতে মসজিদে ঢুকলে অটোভ্যানটি চুরি হয়। বিভিন্নভাবে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে সাদুল্লাপুর থানায় এসে চুরি যাওয়া অটোভ্যানটি ফেরত পেলেন।

সাদুল্লাপুর থানার ওসি মাহবুব আলম জানান, সোয়েব আলী পেশাদার চোর। চুরির বিভিন্ন কাহিনি পুলিশের কাছে বর্ণনা করেছেন। বুধবার ভ্যানের ক্রেতা বুলু মিয়াসহ তাঁকে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলহাজতে পাঠানো হয়েছে।

Place your advertisement here
Place your advertisement here