• মঙ্গলবার ০৫ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ১৯ ১৪৩০

  • || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
বাংলাদেশের অর্থনীতিতে বস্ত্রখাতের অবদান অপরিসীম: প্রধানমন্ত্রী পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস কুড়িগ্রামে কবর খুঁড়তেই বেরিয়ে এলো সাদা কাপড়ে মোড়ানো পুতুল-তাবিজ গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে পাঁচজনকে গ্রেফতার রংপুরে স্পিকার, বাণিজ্যমন্ত্রীসহ ১৫ প্রার্থীর মনোনয়ন বৈধ

স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দেয়ায় ছোট ভাইকে খুন!

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৩  

Find us in facebook

Find us in facebook

গতকাল শনিবার দুপুর। পূজার কেনাকাটা করতে মার্কেটে যান বিজয় বাসফোর। সেখানে দেখতে পান তার চাচাত ভাই মানিকের স্ত্রী পারুল রানি অন্য পুরুষের সঙ্গে ঘোরাফেরা করছেন। বাড়ি ফিরেই বিষয়টি মানিককে জানান বিজয়। এ নিয়ে স্ত্রী পারুলের সঙ্গে মানিকের তর্ক হয়। এরপর রাত ১১টার দিকে বাড়ির উঠান বিষয়টি বলতে বিজয়কে ডাকেন মানিক। কথা কাটাকাটির একপর্যায়ে বিজয়ের গলায় চাকু ঢুকিয়ে দেন মানিক। ঘটনাটি ঘটেছে রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নে।

জানা যায়, মালুয়া বাসফোরের ছেলে বিজয় বাসফোর ও জগদীশ বাসফারের ছেলে মানিক বাসফোর সর্ম্পকে চাচাতো-জ্যাঠাতো ভাই। বিজয় ও মানিকের সম্পর্ক খুব গাঢ়। তারা একসঙ্গে ঘোরাফেরা করতেন। বিজয় বাসফোর উপজেলার ইকরচালী উচ্চ বিদ্যালয়ের পরিচ্ছন্ন কর্মী ছিলেন। 

বিজয়ের বাবা মালুয়া বাসফোর বলেন, শনিবার দুপুরে চাকরির প্রথম বেতন পেয়ে বিজয় পূজার কেনাকাটা করতে পার্শ্ববর্তী নীলফামারীর সৈয়দপুর পৌরসভার একটি মার্কেটে যান। সেখানে দেখতে পান মানিকের স্ত্রী পারুল রানি অন্য পুরুষের সঙ্গে ঘোরাফেরা করছেন। বাড়িতে ফিরে বিষয়টি মানিককে জানান বিজয়। ফলে মানিক ও তার স্ত্রী পারুল রানির মধ্যে তর্কের সৃষ্টি হয়। রাত ১১টার দিকে বিজয়কে বাড়ির উঠান বিষয়টি নিয়ে কথা বলার জন্য ডাকেন মানিক। কথা কাটাকাটির একপর্যায়ে বিজয়ের গলায় চাকু ঢুকিয়ে দেন মানিক। দ্রুত উদ্ধার করে বিজয়কে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত সাড়ে ১১টার দিকে মারা যান তিনি। 

মানিকের স্ত্রী পারুল রানি বলেন, আমি সৈয়দপুরে একটি বিউটি পার্লারে গিয়েছিলাম। অন্য ছেলের হাত ধরে ঘোরার অভিযোগ সঠিক না। রাত সাড়ে ১০টার দিকে আমাদের বাড়িতে চারজন আত্মীয় এসেছিল। ওই সময় মানিকও বাড়িতে ছিল। মানিকের উপস্থিতিতে তার চার বন্ধুকে বিজয় অপদস্থ করে বের করে দেন। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়।

তারাগঞ্জ থানার ওসি আব্দুল লতিফ মিঞা বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।

Place your advertisement here
Place your advertisement here