• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

Find us in facebook

মিঠাপুকুরে আবারো চলছে বালু উত্তোলনের মহোৎসব

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৩  

Find us in facebook

Find us in facebook

মিঠাপুকুর উপজেলায় আবারো চলছে বালু উত্তোলনের মহোৎসব। এতে হুমকির মুখে পড়ছে কৃষি জমি, ঘাঘট নদী সংলগ্ন বাড়িঘর, রাস্তাঘাট এবং বিদ্যালয়। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের বেলবাড়ি (বিন্যাটারি) এলাকায় দীর্ঘদিন থেকে বালু উত্তোলন করেছে পলাশ গং।

পায়রাবন্দের পাশ্ববর্তী ইউনিয়ন ভাংনী ইউনিয়নের তেমনি ঘাট রোডের উত্তর তাজপুর এলাকায় গিয়ে দেখা যায়, স্থানীয় বালু ব্যবসায়ি আখিরুল ইসলাম ঘাঘট নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে। বালু উত্তোলনের ফলে নদীগর্ভে বিলীন হচ্ছে কৃষিজমি।

অন্যদিকে উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের উচাঁ মসজিদ সংলগ্ন রাস্তার পাশেই ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে রাস্তার একাংশ ধ্বংসে যাচ্ছে। একই অবস্থা ভাংনী ইউনিয়নের হুলাসুগন্জ বাজার এলাকায়।

মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান জানান, বালু উত্তোলনের বিষয়ে অভিযোগ পেয়েছি। শীঘ্রই অভিযান পরিচালনা করা হবে। 

Place your advertisement here
Place your advertisement here