• সোমবার ০৯ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৫ ১৪৩১

  • || ০৪ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

বদরগঞ্জে পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২ জুন ২০২৩  

Find us in facebook

Find us in facebook

রংপুরের বদরগঞ্জে প্রতিবেশী শিশুদের সঙ্গে পুকুর গোসল করতে নেমে পাঁচ বছরের দুই শিশুর মৃত্যু হয়েছে। শিশু দুটির নাম তানজিরুল হক ও মনির হোসেন। শুক্রবার সন্ধার আগে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে উপজেলার রামনাথপুর ইউনিয়নের সাতঘরিয়াপাড়া এলাকায়।

জানা গেছে, গরম সহ্য করতে না পেরে আশপাশের শিশুরা একসঙ্গে পুকুরে গোসল করতে নামে। এসময় সবার অজান্তে সোহেল মিয়ার সন্তান মনির হোসেন ও প্রতিবেশী আউয়াল হোসেনের পুত্র তানজিরুল হক পুকুরে নামে। কিন্তু শিশু দুটি সাঁতার না জানার কারণে গভীর পানিতে তলিয়ে যায়। পরে ঘটনাটি টেরে পেয়ে পুকুর থেকে ওই দুই শিশুকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহত শিশুদুটির প্রতিবেশী ওবায়দুল হক বলেন, গরমে অতিষ্ঠ হয়ে আশপাশের বাড়ির শিশুরা জড়ো হয়ে পুকুরে গোসল করতে নামে। তাদের সঙ্গে দুই শিশুও পুকুরে নামলে পুকুরের গভীর পানিতে তলিয়ে যায়। সেখানেই তাদের মৃত্যু হয়।
বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান জানান, পুকুরের পানিতে খেলতে গিয়ে দুই শিশু মারা গেছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করা হয়নি। এ কারণে মরদেহ স্বজনদের কাছে হস্থান্তর করা হয়েছে।

Place your advertisement here
Place your advertisement here