• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৮ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

১২০ গ্রাম হেরোইন রাখায় দম্পতির যাবজ্জীবন

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ মে ২০২৩  

Find us in facebook

Find us in facebook

রংপুরে ১২০ গ্রাম হেরোইন রাখার অভিযোগে দায়ের করা মাদক মামলায় এক দম্পতিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। বুধবার (২৪ মে) বিকেলে রংপুরের জেলা ও দায়রা জজ শহীদুল ইসলাম এ রায় প্রদান করেন।

রায় ঘোষণার সময় আসামি আমিনুল ইসলাম ও তার স্ত্রী ওজিফা বেগম আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদেরকে পুলিশি পাহারায় কারাগারে পাঠানো হয়।

মামলা সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২৫ এপ্রিল রংপুর মহানগরীর তাজহাট এলাকার একটি বাড়িতে স্বামী-স্ত্রী মিলে হেরোইনসহ মাদক ব্যবসা করছে এমন গোপন সংবাদের ওপর ভিত্তি করে পরিদর্শক শহিদুল ইসলামের নেতৃত্বে সেখানে অভিযান চালায় রংপুর জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানের সময় ওই দম্পতির কাছ থেকে ১২০ গ্রাম হেরোইন উদ্ধার হয়। এ ঘটনায় মাদক ব্যবসায়ী আমিনুল ইসলাম ও তার স্ত্রী ওজিফা বেগমকে গ্রেপ্তার করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। তদন্ত শেষে দুই আসামির বিরুদ্ধে চার্জশিট আদালতে দাখিল করা হয়।

মামলায় ৮ জন সাক্ষির সাক্ষ্য ও জেরা শেষে বুধবার আদালত আসামি আমিনুল ইসলাম ও স্ত্রী ওজিফা বেগমকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করে সরকারপক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবী পিপি আব্দুল মালেক জানান, আলোচিত এই মামলায় স্বামী ও স্ত্রী দুজন মিলে মাদক ব্যবসায় জড়িত থাকার বিষয়টি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাদের সর্বোচ্চ শাস্তি প্রদান করেছেন আদালত। এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করছে বলেও জানান তিনি।

রায় ঘোষণার সময় আসামিপক্ষের কোনো আইনজীবী আদালতে উপস্থিত না থাকায় তাদের বক্তব্য জানা যায়নি।

Place your advertisement here
Place your advertisement here