• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৮ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

প্রথম আলোর সম্পাদকসহ রংপুরে ৪ জনের বিরুদ্ধে মামলা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৩  

Find us in facebook

Find us in facebook

রংপুরে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও বেরোবি শিক্ষক ড. তুহিন ওয়াদুদসহ ৪ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

কুড়িগ্রামের রাজারহাট এলাকার নালাকে নদ বানানো এবং অব. মেজর বীরমুক্তিযোদ্ধা ইউনুস আলীকে হেয় করে খবর প্রকাশ ও ফেসবুকে শেয়ারের ঘটনায় এ মামলা দায়ের করা হয়।

সোমবার (১৭ এপ্রিল) দুপুরে রংপুর সাইবার ট্রাইব্যুনালে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনে এ মামলা দায়ের করেন অব. মেজর বীরমুক্তিযোদ্ধা ইউনুস আলী।

মামলাটি গ্রহণ করে রংপুর সাইবার ট্রাইব্যুনালের বিচারক ড. আব্দুল মজিদ পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।

মামলায় আসামিরা হলেন- প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, বার্তা সম্পাদক রাজিব বসুনিয়া, রিপোর্টার জহির রায়হান ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ড. তুহিন ওয়াদুদ।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সামছুল হুদা জানান, অব. মেজর বীরমুক্তিযোদ্ধা ইউনুস আলী একজন সম্মানিত ব্যক্তি ও জাতির শ্রেষ্ঠ সন্তান। দৈনিক প্রথম আলো পত্রিকায় সংবাদ পরিবেশনের মধ্যমিয়ে সম্মানিত ব্যক্তির সম্মানহানি করা হয়েছে। আমরা আদালতের দ্বারস্থ হয়েছি। আদালত মামলাটি গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। আমরা আশাবাদী আদালতের কাছে ন্যায় বিচার পাবো।

Place your advertisement here
Place your advertisement here