• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

মিঠাপুকুরে মাদকদ্রব্যসহ ৫ জনকে আটক করেছে র‌্যাব

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ জুন ২০২১  

Find us in facebook

Find us in facebook

রংপুরে ৩০০ গ্রাম হেরোইনসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। এ সময় একটি প্রাইভেট কারও জব্দ করা হয়।

রোববার (৬ জুন) দুপুরে রংপুর র‌্যাব-১৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন- খায়রুল ইসলাম (৩৭), জোসনারা বেগম (৪৫), নার্গিস বেগম (৪০), জাকিয়া বেগম (২২) ও প্রাইভেটকার চালক আবুল কালাম আজাদ (৩৬)। তারা সকলেই রাজশাহী ও গাইবান্ধা জেলার বাসিন্দা।

বশির আহমেদ বলেন, শনিবার বিকালে র‌্যাব-১৩ এর একটি দল রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জ বাজার নামক স্থানে রংপুর-বগুড়া মহাসড়কের ওপর চেকপোস্ট স্থাপন করে। এসময় সন্দেহভাজন একটি প্রাইভেট কার থামিয়ে তল্লাশি করে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধারসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। জব্দ করা হয় প্রাইভেট কারটি।

তিনি আরও জানান, র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মাদক ব্যবসায়ীরা বেশ কিছু দিন যাবৎ মাদক ব্যবসার সঙ্গে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় মিঠাপুকুর থানায় র‌্যাব বাদি হয়ে একটি মাদক মামলা দায়ের করেছে।

Place your advertisement here
Place your advertisement here