• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

বদরগঞ্জ উপজেলা নামকরনের ইতিহাস

দৈনিক রংপুর

প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৮  

Find us in facebook

Find us in facebook

বদরগঞ্জের আরেক প্রাচীন নাম কুমারগঞ্জ। প্রাচীন কালে এখানে কামার, কুমার, জেলে প্রভৃতি সম্প্রদায়ের মানুষ বসবাস করতো। কুমার গোষ্ঠির কারনে এর নাম হয়েছিল কুমারগঞ্জ যা ব্রিটিশ আমল পর্যন্ত বলাবৎ ছিল।

ইতিহাস থেকে জানা যায় ব্রিটিশ আমোলে বদরগঞ্জে এক প্রভাবশালী জমিদার শ্রী বৈকুন্ঠ বরাট্র তার নাম অনুসারে এই এলাকার নাম বৈকুন্ঠপুর করে ছিলেন। প্রাচীন কালে বৈকুন্ঠপুর জঙ্গলে পরিপূর্ণ এবং নদী দ্বারা পরিবেষ্টিত একটি স্বপদসংকুল স্থান হিসাবে পরিচিত ছিল এবং এই স্থান চোর দস্যুদের অভয়ারণ্য হিসাবে পরিগনিত ছিল।

পরবতীতে আধ্যাত্মিক সুফি সাধক ও দরবেশ হযরত শাহ বদর (রঃ) এর নামানুসারেই বদরগঞ্জ নামকরণ হয়েছে বলে লোকশ্রুতি আছে। বদরগঞ্জের কেন্দ্রস্থলে তাঁর পবিত্র মাজার শরীফ রয়েছে।  আবার অনেকের ধারণা গৌরের নবাবের প্রতিনিধি বদরজঙ্গের নাম অনুসারে এ উপজেলার নামকরণ হয়েছে।

Place your advertisement here
Place your advertisement here