• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৮ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

কাউনিয়ায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত 

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ মার্চ ২০২১  

Find us in facebook

Find us in facebook

রংপুরের কাউনিয়ায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় পণ্যে নকল মোড়ক ব্যবহারসহ বিভিন্ন অপরাধের দায়ে আরিফ ফুড কারখানার মালিক আতাউর রহমানকে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২১ মার্চ) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন। এসময় তাঁর সঙ্গে ছিলেন, নিরাপদ খাদ্য পরিদর্শক আবু সাঈদসহ পুলিশ সদস্যরা।

সহকারী কমিশনার (ভূমি) মেহেদি হাসান জানান, উপজেলার সাব্দী এলাকায় আরিফ ফুড কারখানায় কেমিস্ট ছাড়াই চিপসসহ বিভিন্ন খাবার পণ্য তৈরি করে নকল মোড়কে প্যাকেট করে বাজারে সরবরাহ করে আসছিল। ভেজাল খাদ্য তৈরি ও বাজারজাত করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে কারখানার মালিক আতাউর রহমানকে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অপরাধী ঘটনাস্থলে জরিমানার টাকা পরিশোধ করলে তাকে ছেড়ে দেওয়া হয়।

Place your advertisement here
Place your advertisement here